80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Oppo Reno 8 5G ফোনের সেল শুরু,জানুন দাম এবং অফার

80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Oppo Reno 8 5G ফোনের সেল শুরু,জানুন দাম এবং অফার
HIGHLIGHTS

Oppo কোম্পানি সম্প্রতি তাদের লেটেস্ট সিরিজ Oppo Reno 8 5G লঞ্চ করেছে

Oppo Reno 8 5G ফোন বিক্রির জন্য উপলব্ধ

এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 29,999 টাকায় লঞ্চ করা হয়েছে

Oppo কোম্পানি সম্প্রতি তাদের লেটেস্ট সিরিজ Oppo Reno 8 5G লঞ্চ করেছে, যার মধ্যে Oppo Reno 8 5G এবং Oppo Reno 8 Pro 5G রয়েছে। Reno 8 Pro 5G এর বিক্রি 19 জুলাই থেকে শুরু হয়েছে এবং এখন Oppo Reno 8 5G ফোন বিক্রির জন্য উপলব্ধ।

সিরিজের দুটি স্মার্টফোনেই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও, ফোনে ফুল HD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 SoC দেওয়া।

Oppo ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এই ফোনটি ভারতে ই-কমার্স সাইট Flipkart-এর মাধ্যমে উপলব্ধ করা হবে। এছাড়াও কোম্পানি এই স্মার্টফোনটি Oppo স্টোর এবং মেইনলাইন রিটেইল স্টোরের মাধ্যমে বিক্রি করবে।

Oppo Reno 8 5G এর দাম

Oppo Reno 8 শিমার ব্ল্যাক এবং শিমার গোল্ড কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 29,999 টাকায় লঞ্চ করা হয়েছে। 25 জুলাই থেকে ফোনটি Oppo স্টোর, রিটেল স্টোর এবং ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে।

Oppo Reno 8 এর স্পেসিফিকেশন

Oppo Reno 8 ফোনে 6.43-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা (1080 x 2400 পিক্সেল) রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ আসে। ডিসপ্লে SGS আই কেয়ার ফিচার, গরিলা গ্লাস 5 প্রটেকশন এবং 800 nits এর পিক ব্রাইটনেসের সাথে আসে। ফোনটি Android 12 ভিত্তিক কালার OS 12.1 এর সাথে আসে। Oppo Reno 8 ফোনে MediaTek Dimensity 1300 প্রসেসর পাওয়া যাচ্ছে।

Oppo Reno 8 ফোনে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যা f/1.8 অ্যাপারচারের সাথে আসে। দ্বিতীয় 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যায়। ফোনে সেলফি তোলার জন্য একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 8

Oppo Reno 8 ফোনে রয়েছে 4500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। ফোনে ফাইভ লেয়ার চার্জিং প্রোটেকশনও দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে এই ফোনটি 50 শতাংশ চার্জ হতে মাত্র 11 মিনিট সময় লাগে। Oppo Reno 8 Series-এর দুটি ফোনেই কানেক্টিভিটির মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং VC লিকুইড কুলিং সিস্টেম যেমন ফিচার দেওয়া।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo