Oppo Reno 8 5G ফোনের আজ থেকে প্রি-অর্ডার বুকিং শুরু, জানুন কখন, কোথায় এবং কিভাবে পাবেন?

Oppo Reno 8 5G ফোনের আজ থেকে প্রি-অর্ডার বুকিং শুরু, জানুন কখন, কোথায় এবং কিভাবে পাবেন?
HIGHLIGHTS

Oppo Reno 8 5G ফোনটি আজ থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ প্রি-অর্ডার করা যাবে

Oppo কোম্পানি স্মার্টফোনের 8GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 29,999 টাকা রেখেছে

Reno 8 5G স্মার্টফোনে 11 GB পর্যন্ত RAM, 50-মেগাপিক্সেল ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে

Oppo সম্প্রতি ভারতে তাদের দুটি দুর্দান্ত স্মার্টফোন Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro লঞ্চ করেছে। Oppo Reno 8 স্মার্টফোনটি আজ সন্ধ্যা 7 থেকে প্রি-অর্ডার করা যাবে। ফোনটি প্রি-অর্ডার করলে আপনি ছাড়ও পেতে পারেন। স্মার্টফোনে 11 GB পর্যন্ত RAM, 50-মেগাপিক্সেল ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং এর মতো ফিচার অফার করে। বলে দি যে ওপ্পো রেনো 8 ফোনের বিক্রি 25 জুলাই থেকে করা হবে।

Oppo Reno 8 5G ফোনে কী রয়েছে অফার?

এই ফোনটি আজ থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ প্রি-অর্ডার করা যাবে। কোম্পানি স্মার্টফোনের 8GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 29,999 টাকা রেখেছে। গ্রাহকরা ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, কোটক ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড লেনদেনে 10 শতাংশ ক্যাশব্যাক (3,000 টাকা পর্যন্ত) পেতে পারেন। এছাড়াও, 12,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে, যার আওতায় পুরানো ফোন বদলানো যাবে।

আরও পড়ুন: ঘরে বসেই বদলানো যাবে Pan Card-এর ছবি এবং সিগনেচার, জেনে নিন সহজ উপায়

Oppo Reno 8

Oppo Reno 8 5G এর স্পেসিফিকেশন

Oppo Reno 8 ফোনে 6.43-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা (1080 x 2400 পিক্সেল) রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ আসে। ডিসপ্লে SGS আই কেয়ার ফিচার, গরিলা গ্লাস 5 প্রটেকশন এবং 800 nits এর পিক ব্রাইটনেসের সাথে আসে। ফোনটি Android 12 ভিত্তিক কালার OS 12.1 এর সাথে আসে। Oppo Reno 8 ফোনে MediaTek Dimensity 1300 প্রসেসর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Vodafone Idea এর দুর্দান্ত প্ল্যান, কম দামে রোজ 1.5 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

Oppo Reno 8 ফোনে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যা f/1.8 অ্যাপারচারের সাথে আসে। দ্বিতীয় 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যায়। ফোনে সেলফি তোলার জন্য একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 8

Oppo Reno 8 ফোনে রয়েছে 4500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। ফোনে ফাইভ লেয়ার চার্জিং প্রোটেকশনও দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে এই ফোনটি 50 শতাংশ চার্জ হতে মাত্র 11 মিনিট সময় লাগে।

আরও পড়ুন: Joker Malware Attack: গুগল থেকে সরিয়ে দেওয়া হল এই 50 অ্যাপ, আপনার ফোনে থাকলে চরম বিপদ

Oppo Reno 8 Series-এর দুটি ফোনেই কানেক্টিভিটির মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং VC লিকুইড কুলিং সিস্টেম যেমন ফিচার দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo