Oppo আনতে চলেছে 50MP ক্যামেরা সহ দুর্দান্ত স্মার্টফোন, থাকবে ডাইমেনসিটি 1200 প্রসেসর

Updated on 22-Dec-2021
HIGHLIGHTS

Oppo Reno 7 Pro ফোনটি MediaTek MT6893 চিপসেট অর্থাৎ ডাইমেনশন 1200 সহ আসবে

ওপ্পোর এই ফোন ভারতে 41 হাজার টাকা থেকে 43 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে

22শে ডিসেম্বর Google Play Console-এ Oppo Reno 7 Pro স্মার্টফোনটি দেখা গিয়েছে

শীঘ্রই বাজারে আসতে পারে Oppo Reno 7 Pro স্মার্টফোন। এই স্মার্টফোনটি Oppo Reno 7 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। টিপস্টার মুকুল শর্মা আজ অর্থাৎ 22শে ডিসেম্বর Google Play Console-এ এই স্মার্টফোনটি দেখা গিয়েছে এবং এর স্ক্রিনশটও তার টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছে। ওপ্পোর এই ফোন ভারতে 41 হাজার টাকা থেকে 43 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে।

ডাইমেনসিটি 1200 চিপসেট থাকবে ফোনে

Google Play লিস্টিং অনুযায়ী, এই ফোনটি MediaTek MT6893 চিপসেট অর্থাৎ ডাইমেনশন 1200 সহ আসবে। এটি একই চিপসেট যা কোম্পানি Reno 6 Pro তে অফার করে। Reno 7 Pro এর গ্লোবাল ভ্যারিয়্যান্ট 12GB RAM এর সাথে আসতে পারে। OS সম্পর্কে কথা বললে, Google Play Console-এর তালিকা অনুযায়ী, Android 11 ফোনে পাওয়া যাবে। তবে, সম্ভবত কোম্পানি Oppo Reno 7 Pro ফোন Android 12-এর আউট-অফ-দ্য-বক্সের উপর ভিত্তি করে Color OS 12 সহ লঞ্চ করবে।

https://twitter.com/stufflistings/status/1473495838311673857?ref_src=twsrc%5Etfw

ফোনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে

ফটোগ্রাফির জন্য, কোম্পানি ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে চলেছে। এতে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। পাশাপাশি, সেলফির জন্য কোম্পানি এই 5G ফোনে 32-মেগাপিক্সেল ক্যামেরা দিতে চলেছে।

65 ওয়াট ফাস্ট চার্জিং ব্যাটারি

ফোনে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব্যাটারির কথা বললে, কোম্পানি ফোনে Reno 6 Pro-এর মতো 4500mAh ব্যাটারি দিতে চলেছে, যা SuperVOOC 2.0 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফেস আনলক ফিচারের সাথে এই ফোনটি কানেক্টিভিটির জন্য 5G, 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS / A-GPS, NFC এবং USB Type-C পোর্টের মতো অপশন থাকবে।

Connect On :