৪৭৯৯০ টাকার Oppo Reno 7 Pro 5G ফোন ১৫ হাজারের কমে কেনার সুযোগ, প্রথমবার মিলছে বাম্পার ছাড়

৪৭৯৯০ টাকার Oppo Reno 7 Pro 5G ফোন ১৫ হাজারের কমে কেনার সুযোগ, প্রথমবার মিলছে বাম্পার ছাড়
HIGHLIGHTS

47,990 টাকা দামের Oppo Reno 7 Pro 5G ফোনটি 15,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে

Reno 7 Pro 5G ফোনের 12 GB RAM এবং 256 GB স্টোরেজ মডেলের আসল দাম 47,990 টাকা

OPPO Reno 7 Pro-এ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে আপনার জন্য সুখবর রয়েছে। দুর্দান্ত ক্যামেরা ফিচার এবং 256 জিবি স্টোরেজ সহ Oppo Reno 7 Pro ফোনটি কেনার সুযোগ রয়েছে। এই ফোনের দাম ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। 47,990 টাকা দামের এই ফোনটি 15,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। ফোনের এই অফার আপনি Flipkart থেকে পাবেন। আসলে, ফ্লিপকার্টে এই ফোনের উপর 27 শতাংশ ডিসকাউন্ট অফার করা হচ্ছে। আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ক্যামেরা সহ একটি ফোন খুঁজছেন, তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

Oppo Reno 7 Pro 5G ফোনে অফার

এই ফোনের 12 GB RAM এবং 256 GB স্টোরেজ মডেলের আসল দাম 47,990 টাকা। কিন্তু ফোনটি 27 শতাংশ ডিসকাউন্ট সহ 34,999 টাকায় লিস্ট করা হয়েছে। শুধু তাই নয়, ফোনের সাথে IDBI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় (বচেয়ে বেশি 500 টাকা) পাওয়া যাবে। ফোন কেনার ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট কার্ডের পেমেন্টে অতিরিক্ত 1500 টাকা ছাড়ও পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, ফোনের সাথে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। তার মানে আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করে আরও সস্তায় এই ফোনটি কিনতে পারবেন। বলে দি যে আপনার পুরনো ফোনের এক্সচেঞ্জ অফারের দাম তার অবস্থার উপর নির্ভর করে।

Oppo Reno 7 pro price cut

OPPO Reno 7 Pro স্পেসিফিকেশন

OPPO Reno 7 Pro স্মার্টফোনটিতে 1,080 x 2,400 পিক্সেল রেজোলিউশনের সাথে একটি 6.5-inch FHD+ AMOLED ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং HDR10+ রয়েছে। কানেকটিভিটির অপশনগুলির মধ্যে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, এবং একটি USB Type-C পোর্ট। এছাড়াও রয়েছে 4,500mAh ব্যাটারি, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং সেলফির জন্য সামনে একটি 32মেগাপিক্সেল Sony IMX709 সেলফি স্ন্যাপার রয়েছে৷

OPPO Reno 7 Pro-এ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি কালার টেম্পারেচার সেন্সর৷ এটি 7.4 মিমি পরিমাপ এবং 180 গ্রাম ওজনের সাথে আসে। স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি X-axis লিনিয়ার মোটর রয়েছে।

OPPO Reno 7 Pro ফোনটি 12GB LPDDR4x RAM এবং 256GB স্টোরেজের সাথে ARM G77 MC9 GPU যুক্ত MediaTek Dimensity 1200 Max SoC এর মাধ্যমে চলবে। সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি সম্ভবত Android 11এর ColorOS 12 কাস্টম স্কিনে চলবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo