Oppo Reno 13 সিরিজ আগামীকাল ভারতে হবে লঞ্চ, কেমন হবে দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন সমস্ত কিছু

Updated on 08-Jan-2025
HIGHLIGHTS

Oppo Reno 13 5G Series ভারতে আগামীকাল 9 জানুয়ারি লঞ্চ হবে

রেনো 13 5জি সিরিজের আওতায় দুটি মডেল Reno 13 এবং Reno 13 Pro আসবে

নতুন ওপ্পো রেনো 13 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে

Oppo Reno 13 5G Series ভারতে আগামীকাল 9 জানুয়ারি লঞ্চ হতে প্রস্তুত। এই সিরিজের আওতায় দুটি মডেল Reno 13 এবং Reno 13 Pro আসবে। আপকামিং দুটি ফোনই কিলার লুক, শক্তিশালী প্রসেসর, দুর্ধর্ষ ক্যামেরা এবং স্লিক ডিসপ্লে সহ আনা হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ওপ্পো রেনো 13 সিরিজে কী বিশেষ থাকবে।

OPPO Reno 13 5G সিরিজ ভারতে কবে এবং কখন হবে লঞ্চ

ওপ্পো ভারতে রেনো 13 5জি সিরিজ লঞ্চ করতে চলেছে। ওপ্পো ভারতে 9 জানুয়ারি 2025 বিকেল 5টায় একটি ইভেন্টে আয়োজিত করেছে। এই ইভেন্টে ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো মডেল আনা হবে।

আরও পড়ুন: Amazon Great Republic Day sale: অফারের ঝুড়ি নিয়ে এই দিন শুরু হচ্ছে বছরের প্রথম বড় অ্যামাজন সেল

ভারতে কত দাম হবে ওপ্পো রেনো 13 5জি ফোনের

জনপ্রিয় টিপস্টার AN Leaks (@LeaksAn1) তার X (টুইটার) সাইটে একটি পোস্টে আপকামিং রেনো 13 5জি ফোনের দাম লিক করেছে। পোস্ট অনুযায়ী, ওপ্পো রেনো 13 5জি ফোনে 8GB RAM+128GB মডেলের দাম 37,999 টাকা রাখা হবে। এছাড়া আশা করা হচ্ছে যে 256GB মডেলটি 39,999 টাকা দামে আসতে পারে।

পাশাপাশি, ওপ্পো রেনো 13 প্রো 5জি ফোনের 12GB+256GB এডিশনটি 49,999 টাকা শুরুর দামে আসবে। এছাড়া ফোনের 512GB মডেলটি 54,999 টাকা দামে আসতে পারে।

কোথা থেকে বিক্রি হবে আপকামিং ওপ্পো রেনো 13 5জি সিরিজের ফোন

নতুন ওপ্পো রেনো 13 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। পাশাপাশি, এটি ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকেও পাওয়া যাবে।

ওপ্পো রেনো 13 5জি সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

কোম্পানি নিশ্চিত করেছে যে রেনো 13 5জি ফোনে 6.59-ইঞ্চি OLED ডিসপ্লে সহ FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। এছড়া প্রো মডেলে 6.83-ইঞ্চি কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হবে। এতেও বেস মডেলের মতো একই রিফ্রেশ রেট এবং রেজোলিউশন অফার করা হবে।

রেনো 13 5জি সিরিজের দুটি ফোনেই MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া হবে। দুটি স্মার্টফোনেই IP69 রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো রেনো 13 প্রো 5জি ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো শুটার সহ 3.5x অপটিকাল জুম এবং 120x ডিজিটাল জুম দেওয়া হবে। এছাড়া বেস মডেল রেনো 13 ফোনে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা, অটোফোকস সহ একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং মোনোক্রোম ক্যামেরা থাকবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দুটি মডেলেই 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে যা অটোফোকস সাপোর্ট করবে।

পাওয়ার দিতে ওপ্পো রেনো 13 5জি ফোনে 5600mAh ব্যাটারি সহ 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। দাবি করা হচ্ছে যে এটি 48 মিনিটে 1 থেকে 100 শতাংশ চার্জ করবে ফোন। এছাড়া রেনো 13 প্রো ফোনে বড় 5800mAh ব্যাটারি সহ 80W SuperVOOC ফাস্ট চার্জিং দেওয়া হবে।

আরও পড়ুন: আর 3 দিন পর্যন্ত রয়েছে Jio এর এই সস্তা প্ল্যান রিচার্জ করার সুযোগ, মিলবে 500GB ডেটা সহ 200 দিন আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :