OPPO অবশেষে ভারতে তাদের ফ্ল্যাগশিপ Reno 13 সিরিজ লঞ্চ করেছে
রেনো 13 ফোনের বিক্রি 11 জানুয়ারি থেকে শুরু হবে
ওপ্পো রেনো সিরিজ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন
OPPO অবশেষে ভারতে তাদের ফ্ল্যাগশিপ Reno 13 সিরিজ লঞ্চ করেছে। ওপ্পো রেনো সিরিজ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। লেটেস্ট রেনো 13 সিরিজ কোম্পানির গত বছর লঞ্চ হওয়া Reno 12 সিরিজের সাক্সেসার হিসেবে আনা হয়েছে। রেনো 13 সিরিজে দুটি ফোন OPPO Reno 13 এবং Reno 13 Pro আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো 13 ফোনের দাম কী এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে OPPO Reno 13 ফোনের দাম এবং বিক্রি কবে
ওপ্পো রেনো 13 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
8GB RAM+128GB স্টোরেজ –37,999 টাকা
8GB RAM+256GB স্টোরেজ – 39,999 টাকা
রেনো 13 ফোনের বিক্রি 11 জানুয়ারি দুপুর 12টায় শুরু হবে। ফোনটি দুটি কালার আইভারি হোয়াইট এবং লিউমিনস ব্লু অপশনে কেনা যাবে।
প্রসেসর: প্রেসসিংয়ের জন্য এই ওপ্পো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 অক্টা-কোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেনো 13 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 50MP Sony IMX890 মেইন সেন্সর সহ আসে। এতে OIS এবং অটোফোকস ফিচারও রয়েছে। সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রেনো 13 ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 রেটিং সহ আসে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেনো 13 ফোনটি 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5800mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টাম: রেনো 13 5জি ফোনটি Andorid 15 ওএস এ কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.