OPPO Reno 12 Pro and Reno 12 5G smartphone Price discount on Amazon Diwali sale
দিওয়ালি উপলক্ষে ই-কমার্স কোম্পানি Amazon সাইটে চলেছে ফেস্টিভ সেল। এই সেলে OPPO স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। Amazon Great Indian Festival Sale চলাকালীন Reno 12 সিরিজে সবচেয়ে বড় ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটি 7000 টাকারও বেশি ছাড় দেওয়া পাওয়া যাবে।
শুধু তাই নয় ই-কমার্স কোম্পানি কিছু গ্রাহকদের নো-কস্ট EMI সুবিধাও দেবে। আসুন জেনে নেওয়া যাক কোন ফোনে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Diwali Dhamaka অফার ঘোষণা করল Jio, এই দুটি রিচার্জ প্ল্যানে মিলবে হাজার হাজার টাকার সুবিধা
ওপ্পোর রেনো 12 প্রো ফোনটি অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে 32,394 টাকায় বিক্রি করা হচ্ছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে লঞ্চের সময় এই স্মার্টফোনটি 39,999 টাকা দামে বাজারে এসেছিল। কিনতে এখানে ক্লিক করুন
শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করেছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। যার মানে ফোনে 8,605 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
Reno 12 ফোনের কথা বললে, এটি অ্যামাজন সেলে 27,844 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনটি 32,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফোনে 5155 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্টও থাকছে, যেখানে 750 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। কিনতে এখানে ক্লিক করুন