Oppo Reno 12 5G সিরিজের লঞ্চ তারিখ লিক, 50MP সেলফি ক্যামেরা সহ এই দিন ভারতে করবে এন্ট্রি

Oppo Reno 12 5G সিরিজের লঞ্চ তারিখ লিক, 50MP সেলফি ক্যামেরা সহ এই দিন ভারতে করবে এন্ট্রি
HIGHLIGHTS

OPPO Reno 12 5G Series ভারতে আগামী মাসে লঞ্চ হতে পারে

একাধিক রিপোর্টে আপকামিং ওপ্পো রেনো 12 এবং ওপ্পো রেনো 12 প্রো 5G ফোনের RAM এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টের পাশাপাশি লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েছে

একটি রিপোর্ট দাবি করা হয়েছে যে ওপ্পো রেনো 12 5G সিরিজ ভারতে 12 জুলাই লঞ্চ করা হবে

OPPO Reno 12 5G Series ভারতে আগামী মাসে লঞ্চ হতে পারে। চীনা কোম্পানির তরফে এখন আপকামিং স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা বাকি আছে। তবে একাধিক রিপোর্টে আপকামিং ওপ্পো রেনো 12 এবং ওপ্পো রেনো 12 প্রো 5G ফোনের RAM এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টের পাশাপাশি লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েছে। মনে করিয়ে দি যে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300- এনার্জি প্রসেসর সহ নতুন রেনো ডিভাইস সম্প্রতি গ্লোবাল বাজারে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রেনো ফোনে কী বিশেষ থাকবে।

Oppo Reno 12 5G সিরিজ কবে হবে লঞ্চ

টেকআউটলুক এর একটি রিপোর্ট দাবি করা হয়েছে যে ওপ্পো রেনো 12 5G সিরিজ ভারতে 12 জুলাই লঞ্চ করা হবে। ওপ্পো রেনো 12 5G ফোনটি 8GB RAM+256GB স্টোরেজ অপশনে আসবে। পাশাপাশি, রেনো 12 প্রো 5G ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+512GB স্টোরেজ বিকল্পে বাজারে আসতে পারে।

আরও পড়ুন: WhatsApp Meta AI: হোয়াটসঅ্যাপে হাজির মেটা এআই ফিচার, কীভাবে ব্যবহার করবেন এবং কী কাজ এর জানুন

দামের কথা বললে, গ্লোবাল মার্কেটে ফোনের 12GB RAM+256GB অপশনটি EUR 499.99 (প্রায় 44,700 টাকা) দামে চালু করা হয়েছে। পাশাপাশি, প্রো মডেলের 12GB RAM+512GB মডেলটি EUR 599.99 (প্রায় 53,700 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

আপকামিং ফোনের বিক্রি Flipkart এবং ওপ্পো ওয়েবসাইটে থেকে করা হবে। কোম্পানির আপকামিং রেনো 12 সিরিজ ফোনগুলি ভারতে AI রিকর্ড সামরি, এআই ক্লিয়ার ভয়েস এবং এআই রাইটার সহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার সহ আসবে বলে জানা গেছে।

ওপ্পো রেনো 12 5G সিরিজ এর স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

OPPO Reno 12 5G
ফোনের বিক্রি Flipkart এবং ওপ্পো ওয়েবসাইটে থেকে করা হবে

ওপ্পো রেনো 12 এবং রেনো 12 প্রো ফোনের চাইনিজ ভ্যারিয়্যান্টে যা ফিচার দেওয়া হয়েছে, তেমনই ভারতীয় ভ্যারিয়্যান্টে থাকতে পারে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8250 স্টার স্পিড এডিশন প্রসেসর এবং ডাইমেনসিটি 9200+ স্টোর স্পিড এডিশন চিপসেট রয়েছে। তবে গ্লোবাল ভ্যারিয়্যান্টে কোম্পানি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300-এনার্জি প্রসেসর অফার করা হয়েছে। এতে দুটি 50MP ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা রয়েছে। দুটি ফোনেই 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Realme C63: এন্ট্রি সেগামেন্টে 45W ফাস্ট চার্জিং, 5000mAh ব্যাটারি সহ রিয়েলমি সি63 লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo