Oppo Reno 11 5G Series এর আওতায় কোম্পানি দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এই দুটি ফোন হল Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। দুটি স্মার্টফোনেই দুর্দান্ত ক্যামেরা এবং ফিচার অফার করা হয়েছে। ওপ্পো রেনো 11 এবং 11 প্রো ফোনটি দুটি আলাদা-আলাদা দিনে বিক্রি করা হবে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ রয়েছে এই দুটি ফোনে।
রেনো 11 5G এর বেস ভ্যারিয়্যান্টের দাম 2,499 চাইনিজ ইউয়ান। মিড ভ্যারিয়্যান্টের দাম 2,799 চীনা ইউয়ান। টপ ভ্যারিয়্যান্টের দাম 2,999 চীনা ইউয়ান রাখা হয়েছে।
রেনো 11 Pro 5G এর বেস মডেলে দাম 3,499 চাইনিজ ইউয়ান। পাশাপাশি, টপ মডেলের দাম 3,799 চীনা ইউয়ান রাখা হয়েছে।
আরও পড়ুন: Update Your Aadhaar: 14 ডিসেম্বরের আগে করে নিন আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজ! লাগবে না কোনো খরচ
ওপ্পো রেনো 11 ফোনে 6.70 ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।
রেনো 11 ফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসরের সাথে আনা হয়েছে।
ওপ্পোর লেটেস্ট ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে – 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB।
ওপ্পো রেনো 11 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ 50MP মেইন, 8MP আল্ট্রাওয়াইড এবং 32MP টেলিফটো সহ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 32MP সেন্সর দেওয়া হয়েছে।
কোম্পানি 4800mAh ব্যাটারি এবং 67W SuperVOOC চার্জিং ফিচার সহ Oppo Reno 11 স্মার্টফোন অফার করছে। এছাড়া ফোনটি Android 14 ভিত্তিক ColourOS 14 তে কাজ করবে।
আরও পড়ুন: আপকামিং Realme 12 সিরিজের ক্যামেরা এবং চিপসেট ফাঁস, পেরিস্কোপ লেন্স সহ হবে প্রথম ফোন
রেনো 11 ফোনে 6.74 ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটে কাজ করে।
ওপ্পো রেনো 11 প্রো 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট কেনা যাবে- 12GB+256GB এবং 12GB+512GB।
রেনো 11 Pro স্মার্টফোনে কোম্পানি ট্রিপল ক্যামেরা সেটআপ 50MP মেইন, 8MP আল্ট্রাওয়াইড এবং 32MP টেলিফটো শুটার অফার করছে। ফ্রন্টে একটি 32MP Sony IMX709 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
কোম্পানি 4700mAh ব্যাটারি এবং 80W SuperVOOC চার্জিং ফিচার সহ Oppo Reno 11 Pro স্মার্টফোন পাওয়া যাবে।