Oppo -এর তরফে 24 মে চিনে লঞ্চ করা হবে Oppo Reno 10 সিরিজ। এই ফোন ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এই সিরিজে থাকবে Oppo Reno 10, Oppo Reno 10 Pro, Oppo Reno 10 Pro Plus।
এই কোম্পানির তরফে এই ফোনের একাধিক জরুরি ফিচার প্রকাশ্যে এনেছে। এই ফোনের ডিসপ্লের বিষয়ে নানা তথ্য জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে এই ফোনে কোন প্রসেসর থাকবে। সম্প্রতি একটি ফাঁস হওয়া হওয়া তথ্য থেকে এই ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে।
Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর থাকতে পারে এই ফোনে। সঙ্গে 16 GB RAM উপলব্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে এখানে।
100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ফোনে 4700 mAh ব্যাটারি থাকবে।
1.5K রেজোলিউশন থাকবে এই ফোনের স্ক্রিনে। 6.7 ইঞ্চির একটি OLED ডিসপ্লে আছে এই ফোনে।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে যেখানে 50 মেগাপিক্সেলের সোনির একটি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স থাকবে।
আরও পড়ুন: Redmi A2 এবং Redmi A2+ ফোনের বিক্রি শুরু, প্রথম সেলেই 500 টাকার ছাড়, 6000 টাকার কম কেনার সুযোগ
এই ফোনে MediaTek Dimensity 8200 প্রসেসর থাকতে পারে এই ফোনে 12 GB RAM সহ।
এই ফোনেও একই ধরনের ক্যামেরা থাকবে বলেই অনুমান করা যেমনটা Reno 10 Pro Plus -এ ছিল, তবে এখানে একটি 32 মেগাপিক্সেলের টেরিটরি ক্যামেরা থাকবে।
100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি থাকবে এই ফোনে।
এখানে Qualcomm Snapdragon 778G+ প্রসেসর থাকবে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ।
80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি থাকবে এই ফোনে।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 32 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
আরও পড়ুন: Samsung Galaxy A14 vs Galaxy M14 5G: 15000 টাকার কমে কোম্পানির কোন ফোনটি আপনার সেরা বিকল্প হবে?
কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনে Pro XDR ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে এর আগে Oppo Reno Find X6 Pro তে দেখা গিয়েছিল। এতে ছবির কালার রিপ্রোডাকশন আরও বেড়ে যায়।
এছাড়া Oppo -এর তরফে জানানো হয়েছে এই ফোনে। 120 Hz রিফ্রেশ রেট সহ 1400 নিটসের ব্রাইটনেস মিলবে।