Oppo -এর তরফে ভারতের বাজারে একটি নতুন ফোন সিরিজ নিয়ে আসা হল। এই সদ্য লঞ্চ হওয়া ফোন সিরিজটির নাম Oppo Reno 10 5G। এই সিরিজে তিনটি মডেল আছে, Oppo Reno 10 5G, Oppo Reno 10 Pro 5G, Oppo Reno 10 Pro Plus 5G।
Oppo -এর তরফে সদ্য লঞ্চ করা এই ফোন সিরিজটি গ্রাহকরা Flipkart থেকে কিনতে পারবেন। তবে তার আগে ঝটপট দেখে নিন এই ফোনের দাম কত, আছে কোন কোন ফিচার?
Oppo Reno 10 Pro 5G ফোনটির দাম ভারতে বাজারে শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। এই টাকায় 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। অন্যদিকে 54,999 টাকার বিনিময়ে কেনা যাবে Oppo Reno 10 Pro Plus 5G ফোনটিকে।
উল্লিখিত দুটো ফোনই দেশের বাজারে দুটো রঙে কেনা যাবে। এই রং দুটো হল গ্লসি পার্পল এবং সিলভারি গ্রে।
তবে Pro মডেল দুটোর দাম কোম্পানির তরফে প্রকাশ্যে আনা হলেও Oppo Reno 10 5G ফোনটির দাম কত হবে সেটা এখনও জানানো হয়নি। এই ফোনটি আইস ব্লু এবং সিলভারি গ্রে রঙে কেনা যাবে।
1. এই ফোনটিতে আছে 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে 3D কার্ভড ডিসপ্লে রয়েছে তাও HDR 10+ -এর সুবিধা সহ। 120 HZ রিফ্রেশ রেট এবং 240 HZ টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে এই ফোনের স্ক্রিনে।
2. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। সঙ্গে আছে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর। 12 GB RAM রয়েছে এই ফোনে।
3. 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি পেয়ে যাবেন এখানে। কোম্পানির তরফে জানানো হয়েছে মাত্র 27 মিনিটে এই ফোনটি 0 থেকে 100% চার্জ তুলে নিতে পারে।
4. 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ সেন্সর আছে OIS সুবিধা সহ। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ Sony IMX 890 প্রসেসর আছে এই ফোনে। সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা রয়েছে।
5. সেলফি তোলার জন্য গ্রাহকরা এই ফোনে পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
1. এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে আছে। এটি একটি 3D কার্ভড ডিসপ্লে। এখানে 1080X2412 পিক্সেলের রেজোলিউশন পাবেন। আছে HDR 10+ সাপোর্টও।
2. Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এটার সঙ্গে যুক্ত আছে।
3. 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। এটি একটি Sony IMX 890 প্রসেসর। এখানে 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন এখানেও।
4. 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে এই ফোনে। 28 মিনিটে এই ফোনটি 0 থেকে 100% চার্জ তুলতে সক্ষম।
1. এই ফোনের স্ট্যান্ডার্ড মডেলে 6.7 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে আছে। এটি একটি 3D কার্ভড ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
2. MediaTek Dimensity 7050 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 8 GB RAM।
3. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে Oppo -এর এই ফোনে। কোম্পানির তরফে জানানো হয়েছে এটি মাত্র 47 মিনিটে ফুল চার্জ হতে পারে।
4. এখানে প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর পাবেন। সঙ্গে 32 এবং 8 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।