Oppo -এর তরফে সদ্যই দেশের বাজারে নিয়ে আসা হয়েছে Oppo Reno 10। কিছুদিন আগেই এই ফোনের দাম সহ বিক্রির দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়েছে। 32,999 টাকার বিনিময়ে কেনা যাবে এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। আগামী 27 জুলাই থেকে কেনা যাবে এই ফোন।
ফিচারের দিক থেকে এই ফোনে আছে 6.7 ইঞ্চির একটি বড় AMOLED ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট সহ MediaTek Dimensity 7050 প্রসেসর আছে। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে। ফলে বুঝতেই পারছেন রোজকার কাজের জন্য এই ফোনের ব্যাটারি একেবারে পারফেক্ট।
এখানে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 32 এবং 8 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে। বাজারে এই ফোনের একাধিক বিকল্প আছে। সেগুলো কী কী দেখুন।
এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 33,999 টাকা। অন্যদিকে 37,999 টাকার বিনিময়ে কেনা যাবে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
গ্রাহকরা এই ফোনে 120 HZ রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে পেয়ে যাবেন, অর্থাৎ এখানে দুর্দান্ত একটি ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন। MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে চলবে এটি। পাওয়া যাবে 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। ফলে স্মুদ পারফরমেন্স যেমন পাবেন তেমনই রোজকার কাজের জন্য পর্যাপ্ত পরিমাণের ব্যাটারি পাবেন।
এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
এটার ভাল দিক হল এর দুর্দান্ত ডিসপ্লে এবং ফাটাফাটি ক্যামেরা। পাশাপাশি স্মুদ পারফরমেন্স পেলেও এই ফোনের ডিজাইন অত ভাল নয়। এখানে মাইক্রো এসডি কার্ডের স্লট নেই।
এই ফোনেও গ্রাহকরা পাবেন 6.78 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট থাকবে। এটি পরিচালিত হয় Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে, ফলে স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এখানে মাল্টি টাস্কিং এর জন্য। এই ফোনে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে, অর্থাৎ চোখের নিমেষে ফুল চার্জ হবে এই ফোন।
50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 34,999 টাকা। আর 37,999 টাকার বিনিময়ে কেনা যাবে এটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
এই ফোনের প্লাস পয়েন্ট হল এটির ভাল পারফরমেন্স এবং দুর্দান্ত ডিজাইন সহ রঙের অপশন। তবে এই ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরা অত ভাল নয়।
এই ফোনটি একটি স্টোরেজ মডেলে কেনা যায় বাজার থেকে। এটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 29,999 টাকা।
এটির ডিসপ্লে তুলনায় ছোট, এখানে 144 Hz রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির একটি Full HD+ POLED ডিসপ্লে আছে। এটার ব্যাটারি মাত্র 4400mAh ব্যাটারি হলেও চার্জিং স্পিড কিন্তু 68W। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে।
এই ফোনে গ্রাহকরা পাবেন দুর্দান্ত ডিজাইন এবং মোটামুটি ভাল একটি ডিসপ্লে। তবে এই ফোন কিন্তু মাঝেমধ্যেই গরম হয়ে যায়।
এই ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই দামে এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 32,999 টাকায়।
Snapdragon 7+ Gen 2 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনের দুর্দান্ত স্মুদ পারফরমেন্স সহ মাল্টি টাস্কিং -এর অভিজ্ঞতা পাওয়া যাবে। এখানে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে গ্রাহকরা দুর্দান্ত ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন। 64+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে।
এই ফোনের ক্যামেরা যেমন ভাল তেমনই দুর্দান্ত এর পারফরমেন্স। তবে এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সুবিধা পাবেন না।
অনলাইন কনটেন্ট বা গেম খেলার জন্য এটির ডিসপ্লে আদর্শ, কারণ এখানে 6.78 ইঞ্চির একটি বড় Full HD+ AMOLED ডিসপ্লে আছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এছাড়া রয়েছে মাল্টি টাস্কিং এর অভিজ্ঞতা দেওয়ার জন্য MediaTek Dimensity 7200 প্রসেসর।
তবে এই ফোনের ব্যাটারি অত বড় নয়। মাত্র 4600mAh ব্যাটারি আছে এই ফোনে সঙ্গে 66W ফাস্ট চার্জিং এর সুবিধা। 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনে। ফ্রন্ট ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ফলে দুর্দান্ত সেলফি তোলা যাবে এখানে।
এই ফোনের দুর্দান্ত ডিজাইন আপনার নজর কাড়বে। কিন্তু এখানে কোনও স্টিরিও স্পিকার নেই।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এখানে। MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এই ফোনে চার্জিং স্পিড বড়ই কম। মাত্র 25W ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে এখানে সঙ্গে 5000mAh ব্যাটারি।
আরও পডুন: IQOO Z7 Pro India Launch: ভারতে আসছে IQOO-এর এই ফোন, লঞ্চের আগে প্রকাশ্যে এল ডিজাইনের ঝলক
অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলা এই ফোনে দাম শুরু হচ্ছে 30,999 টাকা থেকে। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। আর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে 32,999 টাকা। এখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে।
এই ফোনে গ্রাহকরা IP67 রেটিং সহ দারুন ক্যামেরা আছে। তবে গ্রাহকরা এই ফোনে চার্জার পাবেন না। নেই অডিও জ্যাক।