Oppo Reno 12 এবং Reno 12 Pro ভারতে লঞ্চ, AI ফিচার, 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ ফোনের দাম কত

Updated on 12-Jul-2024
HIGHLIGHTS

OPPO Reno 12 Series ফোনের দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে

এই লাইনআপে ওপ্পো রেনো 12 5G এবং রেনো 12 প্রো 5G রয়েছে

ওপ্পো রেনো 12 সিরিজের দুটি ফোনে 50MP ক্যামেরা সেন্সর এবং 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া

OPPO Reno 12 Series: ওপ্পো আজ রেনো 12 5G ফোনের দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। এই লাইনআপে ওপ্পো রেনো 12 5G এবং রেনো 12 প্রো 5G রয়েছে। ওপ্পো রেনো 12 সিরিজের দুটি ফোনে কোম্পানি উন্নত AI ফিচার অফার করছে, যা ইউজারদের নতুন অভিজ্ঞতা দেবে। ওপ্পো রেনো 12 সিরিজের দুটি ফোনে 50MP ক্যামেরা সেন্সর এবং 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। আসুন জেনে নেওয়া যাক দুটি নতুন ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Oppo Reno 12 এবং Reno 12 Pro ফোনের দাম কত ভারতে

ওপ্পো রেনো 12 5G ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে। রেনো 12 5G ফোনের বিক্রি 25 জুলাই 2024 থেকে শুরু হবে।

আরও পড়ুন: Nothing এর সবচেয়ে সস্তা CMF Phone 1 এর প্রথম সেল, দাম 15,000 টাকা থেকে শুরু

রেনো 12 প্রো ফোনের 12G+256GB স্টোরেজ মডেলটি 36,999 টাকায় আনা হয়েছে। পাশাপাশি ফোনের 12GB+512GB স্টোরেজের দাম 40,999 টাকা। রেনো 12 প্রো ফোনের বিক্রি 18 জুলাই থেকে শুরু হবে।

লঞ্চ অফার হিসেবে, দুটি ফোনের কেনাকাটায় 4000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং নো-কস্ট ইএমআই অপশন রয়েছে।

ওপ্পো রেনো 12 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

নতুন ওপ্পো রেনো 12 5G ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোট করে। এছাড়া প্রসেসিংয়ের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট দেওয়া। ফোনে ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 32MP সেলফি শুটার রয়েছে। পাওয়ার দিতে ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট 5000mAh ব্যাটারি রয়েছে।

রেনো 12 প্রো 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

প্রো মডেলে ডাইমেনশন 7300- এনার্জি প্রসেসর অফার করা হয়েছে

এবার কথা, রেনো 12 প্রো 5G ফোনের। এতে 6.7-ইঞ্চ FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রো মডেলে ডাইমেনশন 7300- এনার্জি প্রসেসর অফার করা হয়েছে। ওপ্পো ফোনে এআই ক্লিয়াল ফেস, এআই রাইটার, এআই রিকডিং সমরি এবং এআই ইরেজার 2.0 মতো একগুচ্ছ AI ফিচার রয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP টেলিফট সেন্সর সহ ট্রিপল রিয়ার সেটআপ দেওয়া। এতে সেলফি তোলার জন্য 50MP সেলফি শুটার পাওয়া যাবে। পাওয়ার দিতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ নতুন Redmi সস্তা ফোনের আজ প্রথম সেল, দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :