digit zero1 awards

Oppo R11s ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে

Oppo R11s ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে
HIGHLIGHTS

এই ফোনটি অফিসিয়ালি 2 নভেম্বর লঞ্চ হবে, এই ডিভাইসের স্ক্রিন আর ক্যামেরা ছাড়া আর কিছুর পরিবর্তন হয়েছে বলে মনে হয়না

Antutu বলেছে যে Oppo R11s ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে। এই ফোনের কিছু পরিবর্তন করা হয়েছে এই ক্ষেত্রে আর তাই এটি ওয়াইড-স্ক্রিনে আপগ্রেডেড মনে হবে।

এর স্ক্রিন 1080p এর 18:9 ভার্শেনকে 1,080 x 2,160px রেজিলিউশানের সঙ্গে দেখা যেতে পারে। এর স্ক্রিন সাইজ 5.8” থেকে 6” ইঞ্চির মাঝে হতে পারে, তবে এই বেঞ্চমার্ক আমাদের এখনও এই বিষয়ে কিছু বলতে পারেনি।

এই ফোনটির ক্যামেরাও আলাদা। এই ডিভাইসের 20MP’র সেন্সার থাকবে। এবার দেখতে হবে যে এই ফোনটির সেন্সার রেজিলুশান আর লেন্স অ্যাপার্চার কীভাবে বদলানো হয়েছে।

এই ফোনটি অফিসিয়ালি 2 নভেম্বর লঞ্চ হবে। এই ডিভাইসের স্ক্রিন আর ক্যামেরা ছাড়া আর কিছু বদলায়নি। Oppo R11s এখনো স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত।

যদি OnePlus 5 এর তুলনা Oppo R11 এর সঙ্গে করা হলে দেখা যাবে যে OnePlus 5 ও এই একই ক্যামেরা অফার করে আর এর সঙ্গে বেশি ক্ষমতার হার্ডওয়্যার যুক্ত। 5T এর জন্য এই পরিবর্তনের কি মানে?

নোটঃ এই ছবিটি Oppo R11 এর। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo