20MP’র সেলফি ক্যামেরা আর বেজেল-লেস ডিজাইনের সঙ্গে Oppo R11s আর R11s Plus চিনে লঞ্চ হয়েছে

Updated on 06-Nov-2017
HIGHLIGHTS

Oppo R11s আর R11s Plus কোম্পানির সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন R11 এর রিফ্রেস ভার্শান, এই স্মার্টফোন দুটি Oppo F5 এর মতনই পাতলা বেজেল ডিজাইন যুক্ত

Oppo তাদের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন R11 স্মার্টফোনটির আপগ্রেটেড ভার্শান Oppo R11s আর R11s Plus চিনে লঞ্চ করেছে। এই স্মার্টফোন দুটি সম্প্রতি লঞ্চ হওয়া Oppo F5 এর মতনই পাতলা বেজেল ডিজাইন যুক্ত
 
Oppo R11s আর R11s Plus ফোনদুটিতে যথাক্রমে 6 ইঞ্চি আর 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে যা 2160 x 1080 পিক্সালের ফুল HD+ রেজিলিউশান যুক্ত। এই ফোন দুটির ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্ট করে আর Oppo R11 ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 16:9।এই দুটি মডেলই কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট যুক্ত। R11s স্মার্টফোনটিতে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে আর সেখানে R11s Plus স্মার্টফোনটিতে 6GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
 

এবার ফোন দুটির ক্যামেরা কেমন তা দেখে নেওয়া যাক। Oppo R11s আর R11s Plus ফোনে 20MP’র ফ্রন্ট ক্যামেরা আছে যা AI এনহেন্সড বিউটিফিকেশান যুক্ত। আর এই স্মার্টফোন দুটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যা 16MP’র প্রাইমারি সেন্সার আর 20MP’র সেকেন্ডারি সেন্সার যুক্ত। দুটি সেন্সারই f/1.7 অ্যাপার্চার আর পোট্রেট মোড সাপোর্ট করে। Oppo R11s আর R11s Plus অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের ColorOS 3.2 তে চলে আর এই ডিভাইসদুটিতে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

এই স্মার্টফোন দুটিত WiFi,, ব্লুটুথ 4.2, GPS আর মাইক্রো USB পোর্ট সাপোর্ট করে। R11s আর R11s Plus এ যথাক্রমে 3200mAh আর 4000mAh এর ব্যাটারি আছে। এই স্মার্টফোন দুটি ব্ল্যাক আর শ্যাম্পেন কালার অপশানে পাওয়া যায়। আর R11s রেড কালার অপশানেও পাওয়া যায়। R11s এর দাম 2,999 Yuan (প্রায় Rs 30,000) আর সেখানে এর রেড ভেরিয়েন্টটির দাম 3,199 Yuan ( প্রায় Rs 32,000)। Oppo R11s Plusএর দাম 3,699 Yuan ( প্রায় Rs 37,000) তবে এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

Connect On :