Oppo R11 ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

Oppo R11 ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Oppo R11 অ্যান্ড্রয়েড নৌগাট 7.1 অপারেটিং সিস্টেমে কাজ করবে আর কোম্পানির এটি কোম্পানির কালার অপারেটিং সিস্টেমে কাজ করে

Oppo R11 কে বাজারে নিয়ে আসা হয়েছে। আপাতত এই স্মার্টফোনটিকে কোম্পানির নিজস্ব রিটেল পার্টনার ওপ্পোর দোকনাএ লিস্ট করা হয়েছে। Oppo R11 চিনে 10 জুন সেলের জন্য পাওয়া যাবে। এই লিস্টিং থেকে জানা গেছে যে এটি তিনটি রঙে পাওয়া যাবে। এগুলি হল গোল্ড, ব্ল্যাক আর রোজ গোল্ড। তবে এই লিস্টিং থেকে এই ফোনের দামের ব্যাপারে কিছু জানা যায়নি। কিন্তু কিছু গুজব অনুসারে এর দাম হবে $500 (প্রায় Rs. 32,176)।

Oppo R11 এর ফিচার্স কেমন তা দেখা যাক এটিতে 5.5-ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 401ppi। এটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB’র র‍্যাম আছে। এটি 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.1 অপারেটিং সিস্টেম যুক্ত,আর এটি কোম্পানির কালার অপারেটিং সিস্টেমে কাজ করে এর ব্যাটারি 2900mAh।

Oppo R11 এর ক্যামেরা সেটআপের দিকে দেখলে দেখা যাবে যে এতে 20MP আর 16MP ‘র রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত। রেয়ার ক্যামেরায় LED ফ্ল্যাশ যুক্ত। এটিতে 16MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo