Oppo R11 Plus 30 জুন সেলের জন্য পাওয়া যাবে

Oppo R11 Plus 30 জুন সেলের জন্য পাওয়া যাবে
HIGHLIGHTS

Oppo R11 Plus আগেই চিন আর সিঙ্গাপুরে সেলের জন্য পাওয়া যায়, আর তাইওয়ানে এই ফোনটি 1 জুলাই সেলের জন্য পাওয়া যাবে

Oppo R11 আর Oppo R11 Plus কে কোম্পানি সম্প্রতি চিনে লঞ্চ করেছে। চিনে Oppo R11 এর দাম  2999 Yuan(প্রায় Rs  28,394) আর Oppo R11 Plus এর দাম 3699 Yuan (প্রায় Rs 35,021)। Oppo R11 Plus চিনে 30 জুন সেলের জন্য পাওয়া যাবে। রিপোর্ট অনুসারে Oppo R11 Plus এর দাম 3699 Yuan (প্রায় Rs 35,021) রাখা হয়েছে। এটি গোল্ড, রোজ গোল্ড আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

Oppo R11 Plus আগেই চিন আর সিঙ্গাপুরে সেলের জন্য পাওয়া যায়, আর তাইওয়ানে এই ফোনটি 1 জুলাই সেলের জন্য পাওয়া যাবে ।

Oppo R11 এর ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনে 5.5-ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এই ডিসপ্লের ডেনসিটি 401ppi। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB’র র‍্যাম আছে। এর ইন্টারনাল স্টোরেজ 64GB’র। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। এটি অ্যান্ড্রয়েড  7.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 2900mAh এর।

Oppo R11 এর ক্যামেরা সেটআপটি দেখে নেওয়া যাক। এই ফোনে 20MP আর 16MP’র রেয়ার ক্যামেরা আছে। রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ যুক্ত। এর ফ্রন্ট ক্যামেরা 16MP’র।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo