Oppo R11, R11 Plus কে লঞ্চের আগে দেখা গেল

Oppo R11, R11 Plus কে লঞ্চের আগে দেখা গেল
HIGHLIGHTS

এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে

চিনের স্মার্টফোন কোম্পানি Oppo র স্মার্টফোন oppo R11 আর oppo R11 চিনের সার্টিফিকেশ্ন ওয়েবসাইট TENAA এ দেখা গেছে। মনে করা হচ্ছে যে এই দুটি স্মার্টফোনকে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।

oppo R11 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের র‍্যাম 5GB। এই ডিভাইসটিতে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

আরও দেখুনঃ Huawei Honor 6A ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

এই ক্যামেরাটি 20 আর 16 মেগাপিক্সালের হবে। এই ফোনটির ইনবিল্ড স্টোরেজ  64GB। একে 128GB অব্দি বাড়ানো যেতে পারে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড নৌগাট 7.1.1  অপারেটিং সিস্টেম আছে।

Oppo R11 Plus এ 6.0 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটি OPPO R11 এর মতনই।

আরও দেখুনঃ Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দাম Rs. 197

আরও দেখুনঃ Xiaomi তাদের xiaomi Redmi 4 এর 2,50,000 ইউনিট ভারতে বিক্রি করল

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo