চিনের ফোন তৈরির কোম্পানি Oppo ‘র আপকামিং স্মার্টফোন oppo R11 এর লাইভ ইমেজ লিক হয়েছে। এই স্মার্টফোনটিকে চিনে 10 জুন লঞ্চ করা হবে। লঞ্চের আগে লিক হওয়া ইমেজে ফুল মেটাল বডি আর ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপ দেখা গেছে।
স্মার্টফোন oppo R11 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আর 5GB র্যাম আছে। এই ডিভাইসে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। এই ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
এই ফোনটিতে 20 আর 16 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে। এই ডিভাইসটির ইনবিল্ট স্টোরেজ 64GB’র হবে। এটিকে 128GB অব্দি বাড়ানো যাবে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে।
oppo R11 Plus এ 6.0 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটি OPPO R11 এর মতনই।