Oppo R11 Barcelona Edition, 8 আগস্ট লঞ্চ হবে
Oppo R11 Barcelona Edition নিল আর লাল রঙে পাওয়া যাবে, এর টিজারে এই স্মার্টফোনটির ওপর Oppo আর Barcelona’র লোগো দেখা গেছে
GeekBench বেঞ্চমার্কিং সাইটে নতুন Oppo R11 দেখা গেছে। এই স্মার্টফোনটি 6GB র্যাম আর স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক যুক্ত হবে।এই ফোনটি 8 আগস্ট লঞ্চ হবে।
চিনের একটি ওয়েবসাইট, Weibo তে ওপ্পোর এই স্মার্টফোনটির লঞ্চ ডেটের বিষয়ে জানা গেছে। পোস্ট অনুসারে Oppo R11 Barcelona Edition নিল আর লাল রঙে পাওয়া যাবে। টিজারে এই ফোনটির ওপর Oppo আর Barcelona’র লোগো দেখা গেছে। তবে এই স্মার্টফোনটির বিষয়ে খুব বেশি স্পেশিফিকেশান জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এটি Oppo R11 এর মতন একই স্পেশিফিকেশান যুক্ত হবে।
GeekBench এর লিস্টে Oppo R11 এর সিঙ্গেল কোর টেস্টে 1512 পয়েন্ট পেয়েছে আর মাল্টি কোর টেস্টে 4831 পয়েন্ট পেয়েছে। GeekBenc এর লিস্টিং অনুসারে Oppo R11 এ 6GB র্যাম আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 1.90 GHz অক্টা-কোর প্রসেসার থাকবে। এটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.1.2 অপারেটিং সিস্টেম যুক্ত হবে।
Oppo R11 ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল (1920 x 1080 পিক্সাল) AMOLED স্ক্রিন, 401ppi পিক্সাল ডেনসিটি যুক্ত আর এটি নতুন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত। এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।
দুটি ডিভাইসেই কানেক্টিভিটির জন্য 4G VoLTE, WiFi 802.11 ac, ব্লুটুথ 4.2, GPS, GLONASS আর ডুয়াল সিম সাপোর্ট করে। Oppo R11, 154.5×74.8×6.8mm ডাইমেনশান আর 150 গ্রাম ওজনের।
এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মধ্যে একটি 16 মেগাপিক্সালের ক্যামেরা f/1.7 অ্যাপার্চার যুক্ত আর অন্য ক্যামেরাটি PDAF, 20 মেগাপিক্সালের টেলিফোকাস লেন্স, f/2.6 অ্যাপার্চার যুক্ত। ফ্রন্টের ক্যামেরাটি 20 মেগাপিক্সালের শুটার যুক্ত। Oppo R11 কোম্পানির ColorOS 3.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে কাজ করে।