নতুন স্ন্যাপড্র্যাগন 670 যুক্ত OPOO R17 লঞ্চ হল

Updated on 24-Aug-2018
HIGHLIGHTS

OPPO R17 য়ের ব্যাকে গ্রেডিয়েন্ট ডিজাইন দেওয়া হয়েছে আর যা বেশ কিছু স্ট্রিমার ব্লু, নিয়ন ভায়লেট আর ফগি গ্রেডিয়েন্টে পাওয়া যাবে

Oppo তাদের মিড-রেঞ্জ ফ্ল্যাশিপ R17 স্মার্টফোনটি লঞ্চ করেছে। OPPO R17 কে শাংঘাই, চিনে R 17 Pro নামে দেখা গেছে। OPPO R17 স্মার্টফোনটি 6.4 ইঞ্চির ওটার ড্রপ ডিসপ্লে যুক্ত আর এর স্ক্রিন রেশিও 91.5% আর এটি কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান যুক্ত। এই ডিভাইসের টপে নচ আছে আর এটি সেলফি ক্যামেরার যায়গায় আছে। আর এই ডিভাসিএর চারদিকে পাতলা বেজেল আছে। R 17 ফোনটির ব্যাকে গ্রেডিয়েন্ট ডিজাইনা ছে আর এটি বেশ কিছু রঙ্গে পাওয়া যাবে যেমন স্টিমার ব্লু, নিয়ন ভায়ওলেট আর ফগি গ্রেডিয়েন্ট।

Oppo R17 য়ের স্পেসিফিকেশান

Oppo R17 স্মার্টফোনের স্পেক্সের বিশেয় যদি দেখি তবে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 চিপসেট আছ। R 17 ফোনের এই মডেলে যে স্ন্যাপড্র্যাগনটি আছে তা এই মাসের প্রথমে কোয়াল্কম ঘোষনা করেছিল। আর গিকবেঞ্চের রেকর্ড অনুসারে এটি অনেকটাই স্ন্যাপড্র্যাগন 710 চিপসেটের মতন কিন্তু কম শক্তিশালী। আর স্ন্যাপড্র্যাগন 670 একটি 10mm য়ের চিপসেট। আর এই চিপসেটে অ্যাড্রিনো 615 GPU আছে। R 17 ফোনটিতে দুটি র‍্যাম ভেরিয়েন্ট আছে আর এছাড়া এর একটি ভেরিয়েন্টে 6GB র‍্যাম আর 8GB র‍্যাম আছে আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 128GB। আর এছারা এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর ColorOS 5.2 আছে আর এর সঙ্গে এতে 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি VOCC ফাস্ট চার্জিং যুক্ত আর এছাড়া Oppo R17 ফোনে নতুন লাইট সেন্সিটিভ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আছে যা এই ফোনের ডিসপ্লেতে আছে।

অপ্টিক্স

আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ফোনে 25MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। আর এতে অপ্টিকাল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। আর এই ফোনের রেয়ার প্যানেলে 21MP আর 8MP র সেন্সার আছে। আর এই ফোনের রেয়ারে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আছে।

দাম

এই ফোনের 6GB+128GB ভেরিয়েন্টের দাম 3199 yuan($465) আর সেখানে 8GB+128GB ভেরিয়েন্টের দাম 3499yuan($508) রাখা হয়েছে। আর এই ফোনের ফগ লাইট গ্রেডিয়েন্ট কালার 8GB+128GB ভেরিয়েন্টের দাম 3599 Yuan(~$523) রাখা হয়েছে।   

Connect On :