Oppoর নতুন স্মার্টফোন স্ন্যাপড্র্যাগন 710 য়ের সঙ্গে গিকবেঞ্চে দেখা গেল

Updated on 11-Sep-2018
HIGHLIGHTS

Oppo র তরফে এখনও পর্যন্ত লঞ্চ না করা স্মার্টফোন যার কোডনেম CPH 1887 তা স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর 6GB র‍্যামের সঙ্গে দেখা গেছে

Oppo খুব তাড়াতাড়ি তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে তবে এখনও এই ডিভাইসের কোন নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেমের বিষয়ে জানা গেছে। এই ডিভাইসটির মডেল নম্বর CPH1887। আর এই ডিভাইসটি গিকবেঞ্চে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর 6GB র‍্যামের সঙ্গে দেখা গেছে।

তবে এই মডেলটির বিষয়ে এর আগেও খবর সামনে এসেছে, কিন্তু এর স্পেক্স দেখে এই ডিভাইসটি Oppo R17 Pro নামে লঞ্চ করা হতে পারে। আবার এই নামের মধ্যে অন্য কোন ভেরিয়েশানেও লঞ্চ করা যেতে পারে।

আর এছাড়া এটি স্ন্যাপড্র্যাগন 710 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে আর আপনাদের বলে রাখি যে Oppo র তরফে এটি প্রথম স্মার্টফোন হবে যাতে এই চিপসেট থাকবে।

আর এই বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে যে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo র কালার OS 5.2 য়ের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এখন অবশ্য এই বেঞ্চমার্কিং লিস্টিংটি সরিয়ে দেওয়া হয়েছে।

ভায়াঃ

Connect On :