Samsung, Apple এবং Xiaomi-এর পর এখন Oppo সংস্থাও তাদের ফোনে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
Oppo-এর এই সিদ্ধান্ত আগামী 12 মাসের মধ্যে সমস্ত ডিভাইসে কার্যকর করা হবে
ওপ্পোর ফোনের সাথে বক্সে SuperVOOC চার্জর পাওয়া যায়
Samsung, Apple এবং Xiaomi-এর পর এখন Oppo সংস্থাও তাদের ফোনে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। Oppo কোম্পানি শীঘ্রই কোনও নতুন ফোনের লঞ্চিংয়ের সময় এই সম্পর্কে অফিসিয়াল ঘোষনা করতে পারে। তবে এখনও এটা জানা যায়নি যে চার্জারটি কোন ডিভাইসের সাথে সরানো হচ্ছে। বলে দি যে ওপ্পোর ফোনের সাথে বক্সে SuperVOOC চার্জর পাওয়া যায়।
আগামী 12 মাসের মধ্যে চালু হতে পারে এই নিয়ম
চার্জার সরানো সম্পর্কে সবচেয়ে প্রথম টেকনোলোজি নিউজ ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ থেকে জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে Oppo-র ওভারসিজ সেলস অ্যান্ড সার্ভিসেসের প্রেসিডেন্ট বিলি ঝাং (Billy Zhang) বলেছেন যে আপকামিং ফোনে চার্জার দেওয়া হবে না।
Oppo-এর এই সিদ্ধান্ত আগামী 12 মাসের মধ্যে সমস্ত ডিভাইসে কার্যকর করা হবে। এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি কোন দেশের সঙ্গে ফোনের সঙ্গে চার্জার না দেওয়া শুরু করতে চলেছে সংস্থাটি।
যদি সত্যিই Oppo এই সিদ্ধান্ত নেয়, তাহলে এটি Xiaomi, Samsung এবং Apple-এর সাথে যোগ দেবে। এছাড়াও Oppo-এর স্টোরে চার্জিং অ্যাডাপ্টারের বিক্রিও শুরু হবে।
বলে দি যে সম্প্রতি Xiaomi তার লেটেস্ট Redmi Note 11SE স্মার্টফোন ভারত চার্জর ছাড়াই লঞ্চ করেছে।