OPPO K3 ফোনটি 19 জুলাই ভারতে লঞ্চ হবে

Updated on 11-Jul-2019
HIGHLIGHTS

19 জুলাই ভারতে লঞ্চ হবে Oppo K3

এই ফোনটিতে পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে

ওপ্পোর K সিরিজের ফোনে Oppo K3 19 জুলাই ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়াতে লিস্ট করা হয়েছে আর এই ফোনটি ভারতে লঞ্চের পরে অ্যামাজন থেকে কানে যাবে বলেই মনে হচ্ছে।

Oppo K3 ফোনটি পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটি একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসবে। ওপ্পোর এই ফোনে AMOLED ডিসপ্লে, গেম বুস্ট 2.0 আর VOCC3.0 ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে।

এই অফনটি 15,990 টাকায় লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি চিনে 6GB র‍্যাম আর 64GB ভেরিয়েন্টে 1599Yuan (16,105 টাকা প্রায়), আরের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 1899 Yuan তে কেনা যাবে আর এই সঙ্গে এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজে 2299 Yuan (Rs 23,160 প্রায়) দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি নেবুলা পার্পল, গ্রিন আর হোয়াইট কালারে পাওয়া যায়।

Oppo K3 ফোনটির স্পেসিফিকেশান

Oppo K3 ফোনে আপনারা 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এ রস্নগে ইএ ফোনে কোয়াল্ম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আছে। আর এই ফোনে অ্যাড্রিনো 616 GPU দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 16MP আর2MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনের ফ্রন্টে আপনারা 16MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 3,765mAH য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে VOCC3.0 ফাস্ট চার্জ সাপোর্ট আছে।

এই ওপ্পো ফোনটি 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ব্লুটুথ 5.0, USB-C, GPS  আর 3.5mm অডিও জ্যাক যুক্ত।

Connect On :