16MP র পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে OPPO K3 লঞ্চ হয়েছে

Updated on 24-May-2019
HIGHLIGHTS

ডিভাইসে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে

ফোনটির প্রাথমিক দাম 1599 Yuan মানে প্রায় 16,105 টাকা

ওপ্পো চিনে তাদের Oppo K3 ফোনটি চিনে লঞ্চ করেছে। স্মার্টফোনে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 1599 Yuan (Rs 16,105 আনুমানিক) রাখা হয়েছে, আর সেখানে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 1899 Yuan দামে এসেছে আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 2299 Yuan (Rs 23,160 প্রায়) দামে লঞ্চ করা হয়েছে।

Oppo K3 ফোনটি নেবুলা পার্পেল, গ্রিন আর হোয়াইট কালারে এসেছে আর এই ফোনটি 1 জুন থেকে চিনে কেনা যাবে।

Oppo K3 ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এটি ফুল HD+ রেজিলিউশানের হবে। আর এই ফোনে 2.2GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর অ্যাড্রিনো 616 GPU আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 16MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে আর এর অ্যাপার্চার f/1.7 আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 2মেগাপিক্সালের। আর এই ফোনের ফ্রন্টে 16মেগাপিক্সালের পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ডিভাইসে আপনারা 3,765mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই নির্ভর লেটেস্ট  ColorOS 6.0 UI  আছে। আর কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে আপনারা ডল্বি অ্যাটমস সাপোর্ট, ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac,  ব্লুটুথ 5.0, USB-C, GPS আর 3.5mm  অডিও জ্যাক আছে। আর এই ফোনের ওজন 191 গ্রাম।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :