Oppo K1 আর RelMe 2 Pro দুটি ফোনের স্পেসিফিকেশানের তুলনা
আজকে আমরা Oppo র লেটেস্ট ডিভাইস K1 য়ের সঙ্গে Realme 2 Pro ফোনের তুলনা করে দেখব আর এই ফোনের এই তুলনা এদের স্পেক্স, দাম আর ফিচারের ভিত্তিতে করা হয়েছে
Oppo K1 ফোনে ইন ফিঙ্গার ডিস্প্লে সেন্সার পাবেন, আর এই ফোনের দাম 16,990 টাকা। আর অন্য দিকে RelaMe 2 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার হ্যজত আর এই ফোনে একটি ছোট ওয়াটার ড্রপ নচ দেওয়া হেয়ছে। আর এই দুটি ডিভাইসই 20,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর আজকে আসুন এই দুটি ফোনের মধ্যে একটি তুলনা মূলক আলোচনা করা যাক।
আসুন এই দুটি স্মার্টফোনের একটু ডিটেলে আলোচনা করা যাক। Oppo K1 ফোনটিতে 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এটির রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর অন্য দিকে Relame 2 Pro ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির স্ক্রিন পাবেন আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল।
আর এবার আমরা যদি দুটি ফোনের প্রসেসারের দিকটি দেখি তবে এই ফোন দুটিই কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত। আর Oppo K1 ফোনে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর সেখানে Realme 2 Pro ফোনে আপনারা 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
আর ক্যামেরার দিকে দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+2MP র ক্যামেরা আছে। আর Oppo K1 ফোনে আপনারা 25MP সেন্সার পাবেন আর এর সঙ্গে Relame 2 Pero ফোনে আপনারা 25MP র ফ্রন্ট ক্যাম্রা পাবেন।
Oppo K1 ফোনটি ভারতে 16,990 টাকায় এসেছে আর সেখানে Relme 2 Pro ফোনটি 6GB ভেরিয়েন্টের দাম 14,990 টাকা।