OPPO K1 য়ের দাম কমল নতুন প্রাথমিক দাম 13,990 টাকা

Updated on 10-Jan-2020
HIGHLIGHTS

Oppo K1 ফোনের দাম কমেছে

Oppo K1 ফোনটি ভারতে যে দামে লঞ্চ করা হয়েছিল তার থেকে 3000 টাকা কমে পাওয়া যাচ্ছে

মানে এই ফোনের দাম 3000 টাকা কমেছে

Oppo K1 ফোনটির দাম ভারতে কমেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটি গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। আর এটি ফ্লিপকার্ট আর অফলাইনের বাজার থেকে কেনা যাবে। এই ফোনটুই আলাদা লাদা দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনে আপনারা 25MP র সেলফি ক্যামেরা পাবেন। আর সঙ্গে আছে 64GB র স্টোরেজ।

ভারতে Oppo K1 য়ের দাম

Oppo K1 ফোনটির দাম এবার কমে 13,990 টাকা থেকে শুরু হচ্ছে আর এই ফোনটির দাম 3000 টাকা কমেছে। আর এই ফোনটি এক সময়ে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে 16,990 টাকায় পাওয়া যাচ্ছিল। আর এবার এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। আর এই ফোনটি মুম্বাইয়ের মহেশ টেলিকমের মাধ্যমে সামনে এসেছে যে ফোনটি অফলাইনেও এবার এই দামে কেনা যাবে।

Oppo K1 ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

Oppo K1 ফোনে আছে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

এই ওপ্পো ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে এসেছে আর এই ফোনে আছে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ। আর এই ফোনে আপনার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর ংস এলঞ্চ করা হয়েছে আর এই ফোনটি এখন এই দামে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে দেওয়া হচ্ছে।

Oppo K1 ফোনে আছে 3600mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা 16+2Mp র রেয়ার ক্যামেরা পাবেন আর সঙ্গে আছে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা।

Connect On :