চিনের স্মার্টফোন কোম্পানি Oppo ভারতে তাদের লেটেস্ট ফোন Oppo K1 লঞ্চ করেছে আর এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি কম দাম 16,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের সঙ্গে আমরা আজকে Xiaomi Redmi Note 7 ফোনের সঙ্গে আলোচনা করব। Xiaomi Redmi Note 7 ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য 48MP র ক্যামেরা। আর এর সঙ্গে আমরা আজকে Oppo K1 ফোনের তুলনা করে দেখব।
Oppo K1 ফোনে আপনারা 6.4 ইঞ্চির বড় ডিস্পলে পাবেন আর এই ফোনের টপে একটি ডিউ ড্রপ নচ আছে। আর এই ফোনে FHD+ ডিস্প্লেতে 2340×1080 p রেজিলিউশান আছে। আর সেখানে Xiaomi Redmi Note 7 ফোনে আপনারা একটু ছোট 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ডিসপ্লের রেজিলিউশান 2340x1080p। দুটি ফোনের রেজিলিউশান একই।
Oppo K1 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার 2.2GHz স্পিড পাবেন। আর এই ফোনে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। Xiaomi Redcmi Note 7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারে পাবেন যার ক্লক স্পিড 2.2GHz। আর ভারতে এই ফোনটি 3GB//32Gb, 4GB/64Gb আর 6GB/64GB ভেরিয়েন্টে আসবে।
ক্যামেরার ক্ষেত্রে Oppo K1 ফোনে আপনারা 16MP+2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনটি সেলফি সেন্ট্রিক ফোন তাই এর ফ্রন্টে আপনারা একটি 25MP র ক্যামেরা পাবেন। আর সেখানে Xiaomi Redmi Note 7 ফোনে আপনারা প্রথম সস্তার ফোন হিসাবে ব্যাকে 48MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আছে 5MP র আর একটি ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
চিনে Xiaomi Redmi Note 7 ফোনটি CNY 1,399 য়ে লঞ্চ করা হয়েছে আর ভারতে এর দাম 14,600 টাকা হতে পারে। আর এই ফোনটি এই মাসেই ভারতে আসতে পারে। আর কোম্পানি এই বিষয়ে এখনও কিছু জানায়নি। আর সেখানে Oppo K1 ফোনটি ভারতে 16,990 টাকায় কেনা যাবে।