দীর্ঘ সময়ের পর, Oppo নিয়ে এসেছে তাদের জনপ্রিয় এবং লেটেস্ট Find X সিরিজ স্মার্টফোন। আমরা কথা বলছি ভারতে সদ্য লঞ্চ হওয়া Oppo Find X8 Series এর। এই সিরিজের আওতায় ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ফাইন্ড এক্স8 প্রো। ওপ্পোর ফাইন্ড এক্স স্মার্টফোনগুলি সাধারণত ক্যামেরা ভিত্তিক হয় এবং লেটেস্ট ফোনগুলিতেও ক্যামেরা ফোকস করা হয়েছে।
দুটি স্মার্টফোনেই দুর্দান্ত ক্যামেরা ক্ষমতা এবং পারফরম্যান্স ফিচার সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
আরও পড়ুন: Jio এর BSNL কে মোক্ষম জবাব, একবারে 336 দিনের ভ্যালিডিটি, লাগবে না আর কোনো রিচার্জ
দুটি স্মার্টফোনেই একই ডিসপ্লে তবে আলাদা সাইজের দেওয়া হয়েছে। ফাইন্ড এক্স8 ফোনে 6.59-ইঞ্চি স্ক্রিন রয়েছে। পাশাপাশি, প্রো মডেলে 6.78-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। দুটি ফোনের ডিসপ্লে 120Hz AMOLED ডিসপ্লে সহ ডলবি ভিসন, 10 বিট কালার এবং HDR10+ সাপোর্ট করে।
পারফরম্যান্সে কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স8 সিরিজের ফোন ডাইমেনসিটি 9400 প্রসেসরে চলে। ফাইন্ড এক্স8 দুটি স্টোরেজ মডেলে আস, 12GB RAM+256GB স্টোরেজ এবং 16GB RAM+512GB স্টোরেজ। অন্যদিকে, ফাইন্ড এক্স8 প্রো ফোনটি 16GB RAM+512GB স্টোরেজ সহ আসে। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ColorOS 15 UI-তে কাজ করে।
ফটোগ্রাফির জন্য, ফাইন্ড এক্স8 ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ একটি 50MP টেলিফোটো সেন্সর এবং একটি 50MP আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে৷ তবে, ফাইন্ড এক্স8 প্রো ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50MP প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফোটো সেন্সর, 6x অপটিক্যাল জুম সহ আরেকটি 50MP টেলিফোটো এবং একটি 50MP আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে৷
শেষে, লেটেস্ট ওপ্পো ফাইন্ডের ভ্যানিলা মডেলে একটি 5630mAh ব্যাটারি এবং প্রো মডেলে একটি বড় 5910mAh ব্যাটারি পাওয়া যাবে। দুটি স্মার্টফোনই 80-ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, 50-ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 10-ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ওপ্পো ভারতে ফাইন্ড এক্স8 ফোনটি 69,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছে। ফাইন্ড এক্স8 প্রো ফোনের দাম 99,999 টাকা থেকে শুরু হয়। নতুন দুটি স্মার্টফোনের বিক্রি Flipkart, ওপ্পো ই-স্টোর এবং রিটেল আউটলেট থেকে করা হবে।
কোম্পানি নতুন ফোনের বিক্রিতে কিছু অফারের ঘোষণা করেছে। এতে 10 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট, 5000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং লয়ের ইউজারদের 3000 টাকার বোনাস দেওয়া হবে।
আরও পড়ুন: 8499 টাকায় 108MP ক্যামেরা এবং 16GB RAM সহ 5G ফোন কেনার সুযোগ, সেলে ধামাকা অফার