প্রথম সেলে 17 হাজার টাকার ছাড়, আজ OPPO Find X8 সিরিজ সস্তায় কেনার সুযোগ

প্রথম সেলে 17 হাজার টাকার ছাড়, আজ OPPO Find X8 সিরিজ সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Oppo সম্প্রতি ভারতে সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন OPPO Find X8 লঞ্চ করেছে

আজ 3 ডিসেম্বর থেকে এই সিরিজের দুটি ফোন Find X8 এবং Find X8 Pro প্রথমবার সেলে বিক্রি করা হবে

ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ওপ্পো ফাইন্ট এক্স8 প্রো ফোন দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসরে কাজ করে

Oppo সম্প্রতি ভারতে সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন OPPO Find X8 লঞ্চ হয়েছে। আজ 3 ডিসেম্বর থেকে এই সিরিজের দুটি ফোন Find X8 এবং Find X8 Pro প্রথমবার সেলে বিক্রি করা হবে। লেটেস্ট ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ফাইন্ড এক্স8 প্রো ফোনটি প্রথম সেলে দুর্দান্ত ডিসকাউন্টের সাথে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো ফাইন্ড এক্স8 সিরিজের ফোনে কী অফার পাওয়া যাবে।

ভারতে OPPO Find X8, Find X8 Pro ফোনের দাম কত এবং অফার কী

নতুন ওপ্পো স্মার্টফোনটি কোম্পানি ওয়েবসাইটের পাশাপাশি, Flipkart এবং রিটেল স্টোর থেকে 3 ডিসেম্বর থেকে কেনা যাবে। গ্রাহকরা SBI, HDFC ব্যাঙ্ক, Kotak ব্যাঙ্ক, BOB এবং IDFC First ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এই হিসেবে ফাইন্ড এক্স8 প্রো ফোনটি 9999 টাকা সস্তা হয় যাবে। এছাড়া ফোনে 5000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ওপ্পো ইউজরা 3000 টাকার আপগ্রেড বোনাস আলাদা করে পাবেন।

আরও পড়ুন: Amazon সেলে বাম্পার সস্তায় বিক্রি হচ্ছে নতুন Redmi 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে

  • 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ ওপ্পো ফাইন্ড এক্স8-এর দাম 69,999 টাকা হয় যাবে। তবে, এটি ব্যাঙ্ক এবং অন্যান্য অফার মিলিয়ে 55,000 টাকায় পাওয়া যাবে।
  • এছাড়া 16GB RAM+512GB স্টোরেজ সহ মডেলটি ব্যাঙ্ক অফারের সাথে 79,999 টাকার বদলে 64,000 টাকায় কেনা যাবে।
  • অন্যদিকে, ফাইন্ড এক্স8 প্রো ফোনটি 16GB RAM+512GB স্টোরেজ মডেল 99,999 টাকার পরিবর্তে 82,000 টাকায় কেনা যাবে।

ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ফাইন্ড এক্স8 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ওপ্পো ফাইন্ড এক্স8 ফোনে 6.59-ইঞ্চি ফ্ল্যাট 1.5K AMOLED LTPO স্ক্রিন রয়েছে। ফোনের প্রো মডেলে 6.78–ইঞ্চি 2K মাইক্রো কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। দুটি ফোনই 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ওপ্পো ফাইন্ট এক্স8 প্রো ফোন দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফাইন্ড এক্স8 ফোনের রিয়ারে 50MP Sony LYT700 মেইন সেন্সর, 50MP Samsung 5KJN5 আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং 50MP Sony LYT600 টেলিফটো লেন্স রয়েছে।

পাশাপাশি, ফাইন্ড এক্স8 প্রো ফোনে 50MP Sony LYT808 মেইন ক্যামেরা, 50MP Samsung 5KJN5 আল্ট্রা-ওয়াইড সেন্সর, 50MP Sony LYT600 টেলিফটো সেন্সর এবং 50MP Sony IMX858 টেলিফটো লেন্স রয়েছে।

সেলফি তোলার জন্য দুটি ফোনেই 32MP সেন্সর ফ্রন্টে পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফাইন্ড এক্স8 ফোনে 5630mAh এর ব্যাটারি রয়েছে। সাথে প্রো মডেলে 5910mAh ব্যাটারি পাওয়া যাবে। দুটি ফোনই 80W SUPERVOOC ওয়্যারড চার্জিং, 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং এবং 10W রির্ভাস ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম হিসেবে ওপ্পো ফাইন্ড এক্স8 সিরিজের দুটি ফোন Android 15 সহ ColorOS 15 আউট অফ দ্য বক্সে কাজ করে।

আরও পড়ুন: Realme Neo 7 স্মাটফোনে থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, একবার চার্জে চলবে 3 দিন পর্যন্ত, জানুন কবে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo