Oppo তাদের নতুন Flagship সিরিজ নিয়ে আসতে চলেছে। 2023 সালে এই কোম্পানির তরফে সেই সিরিজ লঞ্চ করা হবে। আর এই সিরিজে থাকবে দুটি ফোন। Oppo Find X6 এবং Find X6 Pro। এই ফোন দুটির সম্পর্কে জানা গিয়েছে চিনের CMIIT সার্টিফিকেশন ডেটাবেসের মাধ্যমে। জানা গিয়েছে আগামীতে 3সি সার্টিফিকেশন বা চিনের কম্পালসরি সার্টিফিকেশন এবং TENNA সার্টিফিকেশন পেয়ে যাবে এই ফোন। এবার দেখে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার থাকবে।
জানা গিয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023-এ এই ফোনটির পর্দা উন্মোচন করা হবে। এই টেক ট্রেড ইভেন্টে দেখানো হবে এই ফোন। জানা গিয়েছে চলতি বছরে স্পেনের বার্সেলোনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যদিও এই ফোন দুটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে সেটা জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে এই হবে 6.7 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন মিলবে। সঙ্গে থাকবে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে।
জানা গিয়েছে Oppo Find X6 Pro ফোনটিতে একটি কার্ভড দিসকে থাকবেন এছাড়া অ্যান্ড্রয়েড 13- এর সাহায্যে দুটি ফোনই পরিচালিত হবে। কোয়াড HD+ OLED ডিসপ্লে মিলবে এই সিরিজে Pro ফোনটিতে। একই সঙ্গে এটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। Oppo Find X6 Pro ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 120 গুণ পর্যন্ত জুম। এখানে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। আর এই তিনটি ক্যামেরাতেই 50 মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া কানাঘুষোয় শোনা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় দুটি ফোন অর্থাৎ Oppo Find X6 এবং Find X6 Pro-তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
100W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি থাকবে Oppo Find X6 Pro ফোনটিতে। একই সঙ্গে এই ফোনে 50W এর ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে Oppo Find X6 ফোনটিতে 4800mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এখানে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে।