Oppo Find N3 Flip: লঞ্চের আগে ফাঁস হল দুটি ডিসপ্লে সহ ওপ্পো ফোনের ভারতীয় দাম, 12 অক্টোবর আসবে বাজারে
Oppo তার নতুন ফ্লিপ স্মার্টফোন Oppo Find N3 Flip ভারতে 12 অক্টোবর লঞ্চ করতে চলেছে
ওপ্পো ফাইন্ড N3 ফ্লিপ ফোনটি 94,999 টাকায় বাজারে আসবে
ওপ্পোর ফ্লিপ ফোনের বেস মডেলটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ এর সাথে আসবে
চিনা কোম্পানি Oppo তার নতুন ফ্লিপ স্মার্টফোন Oppo Find N3 Flip ভারতে 12 অক্টোবর লঞ্চ করতে চলেছে। কোম্পানির Upcoming foldable phone ভারতের আগে চিনা বাজারে অগাস্ট মাসে লঞ্চ করা হয়েছে। লঞ্চের আগেই এই ফোনের ভারতীয় দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত দামে ভারতের বাজারে OPPO Find N3 Flip ফোন কেনা যাবে।
OPPO Find N3 Flip ভারতীয় দাম ফাঁস
টিপস্টার অভিষেক যাদব এর রিপোর্টের মতে, ওপ্পো ফাইন্ড N3 ফ্লিপ ফোনটি 94,999 টাকায় বাজারে আসবে। তবে এই ফোনটি ডিল প্রাইসের সাথে মাত্র 89,622 টাকায় কেনা যাবে।
ওপ্পোর ফ্লিপ ফোনের বেস মডেলটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ এর সাথে আসবে।
Oppo Find N3 Flip Indian price. 💰
— Abhishek Yadav (@yabhishekhd) October 10, 2023
12+256GB
MOP – ₹94,999/-*
DP – ₹89,622/-*
Thanks .@LeaksAn1
Specifications of Chinese variant
📱main 6.8" FHD+ OLED LTPO Pro-XDR display
120Hz refresh rate, 1440Hz PWM dimming, 1600nits peak brightness
📱 outer 3.26" SD OLED display
60Hz… pic.twitter.com/cNV4bkwSsT
ওপ্পো ফাইন্ড N3 ফ্লিপ ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে- মুনলাইট মিউজ, মিস্ট রোজ এবং মিরর নাইট।
ওপ্পোর আপকামিং ইভেন্ট 12 অক্টোবর সন্ধ্যা 7 টায় অফিসিয়াল YouTube-এ লাইভ স্ট্রিম করা হবে।
OPPO Find N3 Flip ফোনের অনুমানিত স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে, OPPO Find N3 Flip ফোনে 6.80-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট এবং 3.26-ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে সহ আসবে।
আরও পড়ুন: Vodafone Idea এর সবচেয়ে সস্তা প্ল্যানে Free 5GB Data! জানুন দাম কত এবং অফার কী?
প্রসেসরের ক্ষেত্রে, ফোল্ডেবল ফোনটি MediaTek Dimensity 9200 প্রসেসরের সাথে আসবে, যা মালি-G715 এর সাথে পেয়র করা হয়েছে।
আপকামিং ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসতে পারে- 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ সহ।
ক্যামেরার কথা বললে, ওপ্পোর ফোল্ডেবল ফোনে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 32MP টেলিফটো সেন্সর দেওয়া হবে। পাশাপাশি, সেলফি তোলার জন্য, এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ফোনে পাওয়ার দিতে 4300mAh ব্যাটারি থাকবে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: iQOO 12: লঞ্চ টাইমলাইন লিক, থাকতে পারে Snapdragon 8 Gen 3 প্রসেসর
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile