Oppo Find N2 Flip আসছে অবাক করা দামে, কবে লঞ্চ করছে এই ফোন জানেন?

Updated on 29-Mar-2023
HIGHLIGHTS

Oppo Find N2 Flip বাজারে আসছে

এটি একটি Flip ফোন, ডুয়াল ডিসপ্লে আছে এখানে

আগামী 15 ফেব্রুয়ারি একটি ইভেন্টের মাধ্যমে এটি লঞ্চ করা হবে

Flip ফোন মানেই বেশ একটা আলাদা ব্যাপার, আলাদা একটা চমক। সে Samsung হোক বা অন্য কোনও কোম্পানির। ইতিমধ্যেই Samsung -এর তরফে যে Flip ফোনগুলো বাজারে আনা হয়েছে সেগুলো দারুন জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই ফোনকে টেক্কা দিতে বাজারে নতুন Flip ফোন নিয়ে আসছে Oppo। এই চিনা সংস্থার ফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। এবার তাতে সিলমোহর পড়ল। জানা গিয়েছে আগামী 15 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ হতে চলেছে।

Oppo -এর এই নতুন ফ্লিপ ফোনটির নাম Oppo Find N2 Flip। এদিনই ফোনটিকে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে বলেই জানা গিয়েছে। Oppo -এর এই নতুন ফ্লিপ ফোনটি আগেই চিনে লঞ্চ হয়ে গিয়েছিল। এটি Oppo Find 2 -এর সঙ্গে লঞ্চ হয়েছিল। কিন্তু এই ফোনটি বিশ্ব বাজারে আর লঞ্চ করেনি। কিন্তু ফ্লিপ ফোনটিকে এবার বিশ্ব বাজারে আনছে Oppo। আর সেটা নিয়েই দিন দিন জল্পনা বাড়ছে। 

কী কী থাকবে এই ফোনে?

চিনে যে মডেল লঞ্চ হয়েছে Oppo Find N2 Flip-এর, অর্থাৎ সেখানে যা যা আছে সেই একই ফিচার এই গ্লোবাল ভ্যারিয়েন্টটিতেও থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এটি অ্যান্ড্রয়েড 13- এর সাহায্যে চলবে। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.8 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে থাকবে। এখানে 1080X2520 পিক্সেলের রেজোলিউশন থাকবে। এটি একটি Full HD+ AMOLED ডিসপ্লে। সর্বোচ্চ 1200 নিটসের ব্রাইটনেস মিলবে এখানে। অন্যদিকে 60 Hz রিফ্রেশ রেট সহ 3.62 ইঞ্চির একটি সেকেন্ডারি বা কভার ডিসপ্লে থাকবে এই ফোনে। 

এছাড়া জানা গিয়েছে এখানে MediaTek Dimensity 9000+ প্রসেসর থাকবে যেখানে Mali G710 MC10 GPU আছে। ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা মিলবে এই ফোনে। 44W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4300mAh ব্যাটারি থাকবে এই ফোনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট মবে এই ফোনে। সঙ্গে আছে ফেস আনলকের সুবিধাও। 

কত দাম হবে এই ফোনের?

আগামী 15 তারিখ এই ফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করা হবে টুইটারে Oppo- এর তরফে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ফোনের দাম কত রাখা হবে সেটা এখনও জানানো হয়নি Oppo এর তরফে। কিন্তু 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম প্রায় 1,07,000 টাকা মতো রাখা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে এই ফোনটি দুটি রঙে উপলব্ধ হতে চলেছে, Astral Black এবং Moonlit Purple। যাঁরা এই লঞ্চ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চান তাঁরা এটি সংস্থার ওয়েবসাইটে দেখতে পাবেন বলে জানা গিয়েছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :