ভারতে এল Oppo Find N2 Flip, এখনই অর্ডার করুন, মিলবে 5,000 টাকার ক্যাশব্যাক সহ একাধিক অফার!
ভারতে লঞ্চ করল Oppo Find N2 Flip foldable Phone
এই ফোনে প্রাইমারি ডিসপ্লে সহ আরও একটি সেকেন্ডারি ডিসপ্লে আছে
লঞ্চের পরেই এই ফোনে মিলছে 5,000টাকার ক্যাশব্যাক অফার
Oppo Find N2 Flip লঞ্চ করল দেশে। এটি হচ্ছে এই কোম্পানির প্রথম Foldable Smartphone। গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন একটি দুর্দান্ত ক্লামশেল ডিজাইন আছে। MediaTek Dimensity প্রসেসরের সাহায্যে চলবে এটি। এখানে পলিসড অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। এখানে ফ্রেশ ডিজাইন দেখা যাবে একদম।
Oppo Find N2 Flip এর উপর অফার
এই ফোন লঞ্চ করার পরই, বিক্রি শুরু হতেই মিলছে ফাটাফাটি সব অফার। এক্সচেঞ্জ অফার থেকে ক্যাশব্যাক অফার সহ আরও নানাবিধ অফার মিলছে এই ফোনের উপর। দেখুন সেগুলো কী কী।
1. গ্রাহকরা 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন এই ফোনের উপর। সঙ্গে No cost EMI -এর সুবিধাও আছে। HDFC, ICICI, SBI, Kotak Mahindra, IDFC ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
2. Oppo গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করেও এই ফোন কিনতে পারেন। এক্সচেঞ্জ করার জন্য এবং লয়াল থাকার জন্য 5,000 টাকার ছাড় মিলতে পারে। অন্যদিকে আপনি যদি অন্য কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি 2,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
3. HDB ফাইন্যান্সের EMI এর সাহায্যে এই ফোন কিনলে মিলবে আরও 5,000 টাকার ছাড়। তবে সেটা নির্দিষ্ট কিছু ডিলারশিপে উপলব্ধ আছে 8/2, 10/3, 12/4, 15/5, 18/6 এর মধ্যে। এছাড়া অন্যান্য ফাইন্যান্সের থেকে 9/1, 8/1, 18/6 স্কিমের আওতায় EMI লেনদেনের সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
Oppo এর ফোনের সঙ্গে কোন কোন সুবিধা দিচ্ছে?
1. গ্রাহকরা নিশ্চিন্তে আন্তর্জাতিক ওয়ারেন্টি রাইট সহ Find N2 Flip নিয়ে বিদেশে যেতে পারবেন।
2. কোনও সমস্যার মুখোমুখি হলে, কোনও প্রশ্ন থাকলে 9958808080 নম্বরে কল করলে 24 ঘণ্টার মধ্যে তার সমাধান করা হবে।
3. 13,000 -এর বেশি পিন কোডে গ্রাহকরা ফ্রি পিক আপ এবং ড্রপের সুবিধা পাবেন গ্রাহকরা তাও কোনও সমস্যা জানানোর 72 ঘণ্টার মধ্যেই।
4. EMI লেনদেন চালু করেছে Oppo কোনও সার্ভিস বা রিপেয়ারের জনগণ
5. যখন এই ডিভাইস সরানো হবে তখন Oppo এর তরফে একটি Reno ডিভাইস দেওয়া হবে যাতে ওই সময় গ্রাহককে বিনা ফোনে না থাকতে হয়।
কী কী ফিচার আছে এই ফোনে?
1. এখানে একটি 6.8 ইঞ্চির একটি মেইন Full HD ডিসপ্লে আছে যেখানে মিলবে 1080X2520 পিক্সেলের রেজোলিউশন। 120 Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে।
2. অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লেতে 3.26 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে 720X382 পিক্সেলের রেজোলিউশন সহ। এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর সুবিধা মিলবে। MediaTek Dimensity 9000+ প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে।
3. অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে। এখানে আছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট মিলবে।
4. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
5. 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে 4300mAh ব্যাটারি।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile