OPPO Find N2 Flip ফোনের ভারতে প্রথম সেল আজ, Samsung Flip 4 কে দেবে টেক্কা

OPPO Find N2 Flip ফোনের ভারতে প্রথম সেল আজ, Samsung Flip 4 কে দেবে টেক্কা
HIGHLIGHTS

Oppo এর নতুন ফোন OPPO Find N2 Flip আজ অর্থাৎ 17 মার্চ প্রথমবার বিক্রি করা হচ্ছে

Oppo-এর এই ফোনে 5,000 টাকার ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে

ফোনে একটি 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে

Oppo এর নতুন ফোন OPPO Find N2 Flip আজ অর্থাৎ 17 মার্চ প্রথমবার বিক্রি করা হচ্ছে। OPPO Find N2 Flip ভারতে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। Oppo-এর এই ফোনে 5,000 টাকার ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। OPPO Find N2 Flip ফোনে 3.62-ইঞ্চি কভার ডিসপ্লে সহ একটি 6.8-ইঞ্চি AMOLED প্রাইমারি স্ক্রিন রয়েছে। ফোনে একটি 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Oppo Find N2 Flip-এর সাথে MediaTek-এর অক্টা-কোর ডাইমেনসিটি 9000+ প্রসেসর এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

OPPO Find N2 Flip এর দাম

OPPO Find N2 Flip আজ থেকে Oppo-এর স্টোর, Flipkart এবং রিটেল স্টোর থেকে 89,999 টাকা দামে কেনা যাবে। ক্যাশব্যাকের সাথে ফোনের দাম 79,999 টাকা হবে। এই ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 8 GB RAM এবং 256 GB স্টোরেজ সহ আসে। HDFC, ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, Kotak Bank, IDFC First Bank, HDB Financial Services, One Card এবং Amex কার্ড দিয়ে পেমেন্ট করলে 5,000 ক্যাশব্যাক। এছাড়াও, 2,000 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যায় এবং 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ + লয়্যালটি বোনাসও পাওয়া যাচ্ছে।

Oppo-Find ne flip sale first

কী কী ফিচার আছে এই ফোনে? 

1. এখানে একটি 6.8 ইঞ্চির একটি মেইন Full HD ডিসপ্লে আছে যেখানে মিলবে 1080X2520 পিক্সেলের রেজোলিউশন। 120 Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। 

2. অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লেতে 3.26 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে 720X382 পিক্সেলের রেজোলিউশন সহ। এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর সুবিধা মিলবে। MediaTek Dimensity 9000+ প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে। 

3. অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে। এখানে আছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট মিলবে। 

4. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 

5. 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে 4300mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo