এর লোয়ার ভেরিয়ান্টে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. আর হায়ার ভেরিয়ান্টে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে
অনেক দিন ধরেই Oppo Find 9 চর্চায় আছে. এবার এই স্মার্টফোনের একটি রেন্ডার লিক হয়েছে. এই রেন্ডার লিক এই স্মার্টফোনের ডিজাইন এর বিষয়ে বলা হয়েছে. Oppo Find 9 এর দাম চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo তে লিক হয়েছে.
Oppo Find 9 এ 5.5 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে. এই ডিভাইসটি দুটি ভেরিয়ান্টে পাওয়া যেতে পারে. লোয়ার ভেরিয়ান্টতিতে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এছাড়া হায়ার ভেরিয়ান্টটি 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত.
এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 21 মেগাপিক্সাল হওয়ার সম্ভাবনা আছে, যা অক্টাকোর আর LED ফ্ল্যাশ যুক্ত হবে. সেখানে এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সাল হবে. এই ডিভাইসে 4100mAh এর ব্যাটারি থাকবে.
এই ডিভাইসের লোয়ার ভেরিয়ান্টে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653 SoC থাকবে. সেখানে 128GB র ইন্টারনাল স্টোরেজের হায়ার ভেরিয়ান্টে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 835SoC থাকবে. এছাড়া Oppo Find 9 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে.