OPPO ফ্যানটাস্টিক ডেজে AMAZOn থেকে পান দারুন সব অফার

OPPO ফ্যানটাস্টিক ডেজে AMAZOn থেকে পান দারুন সব অফার
HIGHLIGHTS

অ্যামাজনে ওপ্পো ফ্যানটাস্টিক ডেজ চলছে

6 তারিখ থেকে এই সেল শুরু হয়েছে

চলবে 10 তারিখ পর্যন্ত

মাঝে মাঝেই বিভিন্ন ফোন কোম্পানি বা ই কমার্স কোম্পানি গুলি কিছু স্পেশাল সেল নিয়ে আসে। আর এর মধ্যে ওপ্পো তাদের ফ্যানদের জন্য অ্যামাজনে স্পেশাল ওপ্পো ফ্যানটাস্টিক ডেজ নিয়ে এসেছে। এই সেল শুরু হয়েছে 6th জানুয়ারি থেকে আর চলবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত।

এই সেলে আপনারা একাধিক ওপ্পোফোনে পাবেন দারন সব অফার যেমন Oppo A7 ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টটি আপনারা এখানে এই সময়ে মাত্র 8,990 টাকায় কিনতে পারবেন আর সঙ্গে আবার পাবেন 3 মাস পর্যন্ত নো কস্ট EMI য়ের অপশান।

শুধু যে এই ফোন তা না কোম্পানির রেনো সিরিজ বা A সিরিজের ফোনও আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর সেই সঙ্গে আছে এক্সচেঞ্জ অফারের সুযোগও। রেনো সিরিজের রেনো 2তে যেমন পাবেন 2,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

আবার এই রেনো সিরিজেরর ওপ্পো রেনো ফোনটি এখানে 32,990 টাকায় কেনার সঙ্গে সঙ্গে আপনারা 5000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। আর শুধু যে এই সব একাধিক দারুন ফোনই আছে তা সঙ্গে আপনারা পাবেন ওপ্পো অ্যাকেসারিজ কেনার সুযোগও।

তবে ওপ্পো প্রেমীদের আর দেরি কিসের এখনই আপনারা এই দারুন সেলের সুযোগ নিন সময় হাতে আর মাত্র কয়েকটি দিন।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo