Oppo তাদের স্মার্টফোন F9 কে চিনে লঞ্চ করে দিয়েছে। আর এই স্মার্ট ফোনটি একটি আলাদা V আকারের নচের সঙ্গে এসেছে আর এর ফলে এর স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ। আর কোম্পানির রণনীতি দেখে এটা বলা যায় যে Oppo F9 স্মার্টফোনটি সেলফি সেন্ট্রিক স্মার্টফোন হবে জার ফ্রন্টে 25 মেগাপিক্সলাএর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিয়েতনামে Oppo F9 স্মার্টফোনটির দাম VND 7,690,000 (প্রায় 23,300টাকা)। কোম্পানি সংকেত দিয়েছে যে এই ডিভাইসটি 21 আগস্ট ভারতে লঞ্চ করা হতে পারে।
Oppo F9 Helio P60 SoC আর ARM মালি-G72 GPU যুক্ত। আর এছাড়া এই ডিভাইসে 4GB/6GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই ডিভাইসে একটি 6.3ইঞ্চির LTPS TFT স্ক্রিন দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই স্মার্টফোনের টপে একটি ছোট নচ আছে যাতে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে।
আমরা যদি এই ফোনটির অপ্টিক্সের বিষয়টি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে একটি 16 MP র প্রাইমারি সেন্সার আর একটি 2MP র সেকেন্ডারি সেন্সার আছে। আর এই দুটি ক্যামেরার অ্যাপার্চার যথাক্রমে f/1.8 আর f/2.4 আর এটি বোখে স্তাইলের ছবি তুলতে পারে। Oppo F9 ফোনটির ফ্রন্টে 25MPর ক্যামেরা আছে আর এটি f/2.0 অ্যাপার্চার যুক্ত।
কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi ব্লুটুথ, GPS, ডুয়াল সিম 4G VoLTE , মাইক্রো USB পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যে Oppoর VOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত। আর কোম্পানি দাবি করেছে যে এটি 5মিনিটে চার্জিংয়ে 2 ঘন্টার টকটাইম দেয়। এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে ColorOS 5.2 তে কাজ করে।