Oppo F5 Youth চিনে Oppo A73 নামে লঞ্চ হল

Updated on 20-Dec-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের Color OS 3.2 তে কাজ করে

অক্টোবর মাসে Oppo F5 ফোনটি লঞ্চ হয়েছিল আর এর পরে কোম্পানি এই ফোনটির একটি নতুন ভার্সান Oppo F5 Youth নিয়ে এসেছে। আর এবার কোম্পানি এটি চিনের ভেরিয়েন্টে লঞ্চ করেছে এই ডিভাইসটিতে 6 ইঞ্চির ফুলভিউ স্ক্রিন আছে আর এই ডিভাইসে 13 MP’র ক্যামেরা আছে।

এই ডিভাইসটিতে অক্টা-কোর কোর্টেক্স A53 CPU আর ARM মালী G71 MP2 GPU আছে। এটি মিডিয়াটেক হেলিও P23 চিপসেট যুক্ত কিন্তু এরি হেলিও P30ও হতে পারে।          

এর স্ক্রিনটি ফুল HD+ রেজিলিউশান (2160×1080 পিক্সাল) যুক্ত। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে একটি 16 MP’র সেলফি স্ন্যাপার আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত।

Oppo A73 ফোনটিতে 4 GB র‍্যাম আর 32 GB স্টোরেজ যুক্ত আর এই ডিভাইসটিতে একটি মাইক্রো এসডি স্লট আছে যাতে ন্যানো সিম কার্ডের  ব্যাবহার করা যায়। এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের Color OS 3.2 তে কাজ করে। তবে মনে রাখবনে যে একটি একটি ওনলি চায়না ভেরিয়েন্ট আর ডিভাইসট্রি কোন গুগ্ল সার্ভিস নেই।      

Oppo A73 এর দাম CNY1,699 বা $260’র কাছাকাছি হবে।

সোর্সঃ

Connect On :