Oppo F5 Sidharth Edition ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4GB র্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়।
এই ফোনটিতে কোম্পানি অক্টা-কোর MT6763T প্রসেসার দিয়েছে। আর এই ফোনের ব্যাটারি 3200mAh এর। আর এছাড়া ফোনটিতে 6.0-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি FHD+(2160 by 1080 পিক্সাল) ডিসপ্লে।
এবার এই ফোনটির ক্যামেরা কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই রেয়ার ক্যামেরাটির সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যমেরাও দেওয়া হয়েছে।
এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল কালার আইওএস 3.2তে কাজ করে। এই ফোনটির থিকনেস 7.5mm আর এর ওজন 156.5mm।