Oppo F5 বেজেলস ডিজাইন আর 20MP সেলফি ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল, এটি 2 নভেম্বর ভারতে আসবে

Updated on 30-Oct-2017
HIGHLIGHTS

Oppo F5 স্মার্টফোনটিতে 6 ইঞ্চির ডিসপ্লে আছে আর এটি টপ আর বট্ম বেজেলস যুক্ত, এই স্মার্টফোনটি মিডিয়াটেক চিপসেট আর 20MP’র সেলফি ক্যামেরা যুক্ত

ওপ্পোর সেলফি-সেন্ট্রিক স্মার্টফোন F5 লঞ্চ হয়েছে। Oppo F5 স্মার্টফোনটি F3 এর জায়গা নেবে। এই নতুন ফোনটি নতুন ডিজাইনের সঙ্গে একটি সেলফি-সেন্ট্রিক স্মার্টফোন হিসাবে এসেছে।

Oppo F5 অন্যান্য স্মার্টফোনের মতন পাতলা বেজেলেস ডিজাইন যুক্ত। এই স্মার্টফোনটিতে 6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আচজে যা 2160 x 1080 আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। এই স্মার্টফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P23 চিপসেট আছে। এই ফন্রিতে দুটিরেজ অপশান আছে। একটি ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর অন্য ভেরিয়েন্টটিতে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে।

Oppo F5 স্মার্টফোনটিতে 20MP’র সেলফি ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত আর এতে 1/2.8 ইঞ্চির সেন্সার আছে। এই ফোনের সফটওয়্যারের বিউটি মোডের জন্য AI ইঞ্জিন এতে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি পোটড়েট মোডেও ফটো নিতে পারবেন। এছাড়া এর ব্যাকে 16MP’র রেয়ার ক্যামেরা আছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত।

এই ফোনের ব্যাকের ওপ্পো একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এটি ফেসিয়াল রেকগজেশান সাপোর্ট করে। এই প্রযুক্তি স্যামসং এর ফ্ল্যাগশিপ ডিভাইসের মতন আইরিশ রেকগজিশান না করে এটি ফিঙ্গারপ্রিন্টের মতন সুরক্ষিতও নয়। এই ফোনের সফটওয়্যারের বিষয়ে বললে দেখা যাবে যে এই ফোনটিতে অ্যানড্রয়েড 7.1 নৌগাটের ColorOS 3.2 তে চলে আর কানেক্টিভিটির জন্য এই ফোনে WiFi, ব্লুটুথ 4.2, GPS আর LTE সাপোর্ট করে।

এই ওপ্পোর ফোনটিতে 3200mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ফোনটি ফিইপিন্সে প্রি –অর্ডার করা যাচ্ছে। এই স্মার্টফোনটির দাম 15,990 PHP (প্রায় Rs 20,000)। আর এবার এটি সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনটি ২ নভেম্বর ভারতে লঞ্চ হবে।

Connect On :