ওপ্পো তাদের আরো একটি সেলফি সেন্ট্রিক ফোন লঞ্চ করে দিয়েছে. এই ফোনের বিষয়ে ওপ্পো তাদের অনেক গুলি তিজার লঞ্চ করেছে. এবার কোম্পানি এই ফোনের অফিসিয়াল লঞ্চিং করে দিয়েছে. এই ফোনটি 1এপ্রিল থেকে আমাজন, ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলে পাওয়া যাবে. এছাড়া কোম্পানি এও জানিয়েছে যে ওপ্পো 3 মে তে লঞ্চ করা হবে.
ওপ্পোর এই ডিভাইসটি ডুয়াল সিম ক্যামেরা স্টোরেজ যুক্ত. এটি ডুয়াল ক্যামেরা 16 ও 8 মেগাপিক্সল যুক্ত. সেকেন্ডারি ক্যামেরা 8 মেগাপিক্সল ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাপোর্ট করে. যেখানে 16 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা অটোফোকাস ফেস ডিটেকসন সাপোর্ট করে.
আরো দেখুন: এই ট্যাব এস৩ স্ন্যাপড্র্যাগন ৮২০ এসওচি এবং ৪ জিবি র্যামে চলে
এই ডিভাইসটি 6.0 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যুক্ত. এতে স্ন্যাপড্র্যাগন 653 SoC প্রসেসর আছে. এতে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসটি অ্যান্ড্রযেড মার্সমেলো 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে.
ওপ্পো F3 প্লাস এ 6 ইঞ্চির ফুল HD ডিসপ্লে ও ৪ র্যাম এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যা স্ন্যাপড্র্যাগন 653 অপারেটিং প্রসেসার যুক্ত.এই ডিভাইসটিতে 16 ও 8মেগাপিক্সল ক্যামেরা আছে. এই ডিভাইসটিতে 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ 4.1, GPS, মাইক্রোএসডি সল্ট আছে. এছাড়া এই ফোনটি তারাতরি চার্জিং ও সাপোর্ট করে. এই ফোনে সুধু 5মিনিট চার্জ করে 2ঘন্টা টকটাইম দেয়.
আরো দেখুন: ৩১ মার্চের পর আরও কয়েক মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে জিও
আরো দেখুন: মোটো G5 এর ব্লু ভেরিয়েন্ট এর ছবি হল লিক