Oppo F3 এবার ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে
Oppo F3 স্মার্টফোনে ডুয়াল সেলফি ক্যামেরা আছে
Oppo F3 স্মার্টফোনটি এই মাসের শুক্রবার ভারতে লঞ্চ করা হয়েছিল, শনিবার থেকে এই ফোনটি ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে. কোম্পানি এই খবরটি সোমবার দিয়েছে. এই স্মার্টফোনটি 25টি শহরে অফলাইন চ্যানেলে সেলের জন্য পাওয়া যাচ্ছে. এই স্মার্টফোনটি অনলাইনেও কেনা যেতে পারে. এটি ফ্লিপকার্ট, অ্যামাজন আর স্ন্যাপডিল এর মতন অনলাইন শপিং সাইটে Rs.19,990 দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে.
Oppo F3 স্মার্টফোনটির ফিচার্স কেমন টা একবার দেখে নেওয়া যাক. এতে 5.5 ইঞ্চির ফুল HD কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লেতে কর্নিং গ্লাস 5 এর প্রটেকশান দেওয়া হয়েছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920x1080p. এই স্মার্টফোনটি 1.5GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6750T প্রসেসার যুক্ত. এতে মালী T86-MP2ও দেওয়া হয়েছে. এর সঙ্গে এতে 4GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.
আরো দেখুন: Samsung Galaxy A5 2016 ভারতে অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে
আপনাদের এও বলেদি যে এই ফোনটিতে 6.0 মার্শমেলোর কালার ইউআই 3.0 দেওয়া হয়েছে. এর ব্যাটারি 3200mAh. এই ফোনের ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক, Oppo F3 তে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে. এর একটির সেন্সার 16 মেগাপিক্সাল এর অন্যটির 8 মেগাপিক্সালের. দ্বিতীয় সেন্সারটি 120 ডিগ্রির ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি নিতে পারে. স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরাও আছে. এটি একটি 4G VoLTE ফিচারের ফোন. এতে ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.1, GPS আর ডুয়াল সিম (Nano + Nano)’র মতন ফিচার আছে. এর সাইজ 153.3×75.2×7.3mm আর এর ওজন 153 গ্রাম.
আরো দেখুন: Meizu M5 ভারতে লঞ্চ হল, দাম Rs.10,499
আরো দেখুন: Xiaomi Redmi 3s এর 4 মিলিয়ান ইউনিট মাত্র 9 মাসে বিক্রি হয়েছে