Oppo F3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.19,990
এই স্মার্টফোনটিতে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে
Oppo F3 স্মার্টফোন আজ ভারতে লঞ্চ করা হয়েছে. ভারতে এই স্মার্টফোনটির দাম Rs.19,990. এই স্মার্টফোনটি 13ই মে থেকে ভারতের 25টি শহরে সেলের জন্য পাওয়া যাবে. তবে আজ থেকে এই ফোনটিকে প্রি বুকিং করা যাবে. এটিকে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কেনা যাবে. এটি গোল্ড আর রোজ গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাবে.
Oppo F3 স্মার্টফোনের ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে 5.5 ইঞ্চির ফ্লু HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লেতে কর্নিং গ্লাস 5 এর প্রটেকশন দেওয়া হয়েছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920x1080p. এই স্মার্টফোনে 1.5GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6750T প্রসেসার আছে. এতে মালী T86-MP2 ও দেওয়া হয়েছে. এর সঙ্গে এই ফোনে 4GB র্যাম আর 64GBর ইন্টারনাল স্টোরেজও আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128গব অব্দি বাড়ানো যাবে.
আরো দেখুন: Unihertz লঞ্চ করল বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোন
এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে, এতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো যুক্ত কালার ইউআই 3.0 আছে. এতে 3200mAh এর ব্যাটারি আছে. এই ফোনের ক্যামেরার দিকে তাকালে দেখা যাবে যে, Oppo F3 তে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে. এতে একটি সেন্সার 16 মেগাপিক্সালের ও অন্য সেন্সারটি 8 মেগাপিক্সালের. দ্বিতীয় সেন্সারটি 120 ডিগ্রি ওয়াইড- অ্যাঙ্গেলে সেলফি নিতে পারে. স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরাও আছে. এটি 4G VoLTE ফিচার যুক্ত. এটিতে ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.1, GPS আর হাইব্রিড ডুয়াল সিম (Nano + Nano) আছে. এর সাইজ 153.3 x 75.2 x 7.3mm আর ওজন 153 গ্রাম.
আরো দেখুন: সচিন তেন্ডুলকার লঞ্চ করলেন smartron srt.phone
আরো দেখুন: 100 বছরের মধ্যে পৃথিবী ছেড়ে দিক মানুষ: স্টিফেন হকিংস
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile