Oppo F3 Black Edition 4 জুন লঞ্চ হবে

Oppo F3 Black Edition 4 জুন লঞ্চ হবে
HIGHLIGHTS

আপনাদের বলে রাখি যে কোম্পানি Oppo F3 Plus কে এপ্রিলে লঞ্চ করেছিল আর এর ব্ল্যাক এডিশানটি বাজারে আগে থেকেই আছে

সম্প্রতি Oppo F3 স্মার্টফোনটি বাজারে এসেগেছে। কোম্পানি একে সেলফি এক্সপার্ট হিসাবে নিয়ে এসেছে। এবার এই ফোনটির ব্ল্যাক এডিশান খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। একটি ফেসবুক পোস্ট থেকে এই বিষয়ে খবর পাওয়া গেছে, যে এটিকে 4 জুন লঞ্চ করা হবে।

আপনাদের এও বলে রাখি যে, কোম্পানি Oppo F3 Plus কে এপ্রিলে লঞ্চ করেছিল আর এর ব্ল্যাক এডিশান আগে থেকেই বাজারে আছে। সেখানে F3 কে এই মাসের একটি শুক্রবারে নিয়ে আসা হয়েছিল, আর এবার খুব তাড়াতাড়ি এর ব্ল্যাক এডিশান আনা হবে।

 

Oppo F3 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক, এতে 5.5-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে তে কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশান আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920x1080p। এই স্মার্টফোনটি 1.5GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6750T প্রসেসার যুক্ত। এতে মালী T86-MP2ও দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 4GB র‍্যাম আছে আর  64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।

এও বলে রাখি যে এটিতে অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলোর কালার ইউআই 3.0  আছে। এর ব্যাটারি 3200mAh এর। এই স্মার্টফোনটিতে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এতে একটি সেন্সার 16  মেগাপিক্সালের আর অন্যটি 8  মেগাপিক্সালের। অন্য সেন্সারটি 120-ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি নিতে পারে। এই স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। এটি 4G VoLTE ফিচার যুক্ত। এটিতে ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.1, GPS আর ডুয়াল সিম (Nano + Nano) আছে। এর সাইজ 153.3 x 75.2 x 7.3mm  আর এর ওজন 153 গ্রাম।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo