OPPO ভারতে তার লেটেস্ট মিড-বাজেট স্মার্টফোন Oppo F29 5G এবং F29 Pro 5G লঞ্চ করেছে। লেটেস্ট ওপ্পো এফ29 5জি সিরিজে বেস মডেলের দাম 23,999 টাকা থেকে শুরু। পাশাপাশি, ওপ্পো এফ29 প্রো ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়। কোম্পানি দুটি ফোনেই IP69, IP68 এবং IP66 রেটিং অফার করেছে, যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো এফ29 5জি সিরিজের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।
ওপ্পো এফ29 প্রো 5জি ফোনটি 27,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 29,999 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB+256GB মডেলটি 31,999 টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Google Pixel 9a লঞ্চের সাথেই 15000 টাকা সস্তা হল Pixel 8a, ফোনে রয়েছে 64MP ক্যামেরা সহ AI ফিচার
অন্যদিকে ওপ্পো এফ29 5জি ফোনটি 23,999 টাকায় আনা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া, 8GB+256GB মডেলটি 25,999 টাকায় বিক্রি হচ্ছে।
নতুন ওপ্পো এফ29 প্রো 5জি ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1200 সাপোর্ট করে। ওপ্পো এফ29 প্রো 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেটে কাজ করে যা 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে প্রো মডেলে 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 80W ফাস্ট চার্জিং এবং রির্ভাস চার্জিং সাপোর্ট করে। ওপ্পো এফ29 প্রো মডেলটি Android 15 ভিত্তিক ColorOS 15 অপারেটিং সিস্টামে কাজ করে। শুধু তাই নয়, ফোনে AI ফিচার সাপোর্ট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ওপ্পো এফ29 প্রো ফোনটি 50MP প্রাইমারি শুটার এবং 2MP ডেপথ সেন্সর সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য ফোনে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
এবার কথা, ওপ্পো এফ29 5জি ফোনটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED কার্ভড ডিসপ্লে সহ 1200 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সহ আনা হয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনে Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া। এটি 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ওপ্পো ফোনটি 6500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ওপ্পো এফ29 5জি ফোনে 50MP প্রাইমারি শুটার এবং 2MP মোনোক্রোম ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সাথে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অপারেটিং সিস্টাম হিসেবে এটি Android 15 ভিত্তিক ColorOS 15 আপডেটে কাজ করবে।
আরও পড়ুন: iPhone 16e কে টেক্কা দিতে Google লঞ্চ করল সস্তা Pixel 9a, জানুন দাম কত