OPPO F27 Pro+ 5G: ভারতের প্রথম IP69 রেটিং সহ ফোন ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি লঞ্চ, জানুন দাম কত

OPPO F27 Pro+ 5G: ভারতের প্রথম IP69 রেটিং সহ ফোন ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

OPPO কোম্পানি ভারতে F-Series এর আওতায় স্মার্টফোন OPPO F27 Pro+ 5G লঞ্চ করেছে

এটি ভারতের প্রথম স্মার্টফোন, যেখানে IP69 রেটিং অফার করা হয়েছে

ওপ্পো ভারতীয় বাজারে এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনটি দুটি স্টোরেজ অপশনে আনা হয়েছে

OPPO কোম্পানি ভারতে F-Series এর আওতায় স্মার্টফোন OPPO F27 Pro+ 5G লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম স্মার্টফোন, যেখানে IP69 রেটিং অফার করা হয়েছে। যার মানে স্মার্টফোনটি ধুল এবং জল থেকে সুরক্ষিত থাকবে। নতুন ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে 8GB RAM, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট, 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনটি কত দামে এবং কোন স্পেসিফিকেশন সহ আনা হয়েছে।

OPPO F27 Pro+ 5G ফোনের দাম কত ভারতে

ওপ্পো ভারতীয় বাজারে এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনটি দুটি স্টোরেজ অপশনে আনা হয়েছে।

  • 8GB RAM+128GB স্টোরেজ = 27,999 টাকা
  • 8GB RAM+256GB স্টোরেজ = 29,999 টাকা

আরও পড়ুন: Price Drop: 12 জিবি RAM এবং 50MP ক্যামেরা সহ iQOO Neo9 Pro 5G ফোনে বাম্পার অফার, সস্তায় নিয়ে যান বাড়িতে

লঞ্চ অফারের আওতায়, গ্রাহকরা HDFC, ICICI এবং SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পেতে পারেন। নতুন ফোনটি ফ্লিপকার্টে (Flipkart) আজ থেকে প্রি-অর্ডারে বুক করা যাবে। ফোনের সেল তারিখ এখনও ঘোষনা করা হয়েনি। ফোনটি দুটি কালার Midnight Navy এবং Dusk Pink অপশনে কেনা যাবে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে 6.7-ইঞ্চির বড় 3D কার্ভ AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 93 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।

Oppo F27 Pro+ 5G

প্রসেসর: ডিভাইসে ভাল পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট অফার করেছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 64MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য গ্রাহকরা 8MP ফ্রন্ট সেন্সর পাবেন।

ব্যাটারি: পাওয়ার দিতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে 67W চার্জের দেওয়া।

আরও পড়ুন: CMF Phone 1: রোটেটিং ডায়ল সহ আসছে সিএমএফ ফোন ১, প্রকাশ হল ভিডিও, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo