অপেক্ষার অবসান ঘটিয়ে, ওপ্পো ভারতে তার লেটেস্ট Oppo F25 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। F-Series এর আওতায় আসা এই ফোনে স্টাইলিশ লুক, বাজেট স্পেসিফিকেশন অফার করা হয়েছে। বলে দি লেটেস্ট মডেলে সস্তা দামে বড় 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 8GB RAM, 64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, IP65 রেটিং-এর মতো অনেক ফিচার দেওয়া হয়েছে।
লেটেস্ট মডেলটি বাজারে থাকা অন্যান্য চীনা কোম্পানি যেমন Realme 12 Pro এবং Redmi Note 13 Pro ফোনকে কঠিন প্রতিযোগিতা দেবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত ডিটেল।
আরও পড়ুন: OMG! লঞ্চের আগেই ফাঁস হল Realme 12+ 5G -র সমস্ত ফিচার এবং দাম, ঝটপট জেনে নিন
ওপ্পো F25 প্রো 5G ফোনের দাম 23,999 টাকা থেকে শুরু হয়ে। এই দামে 8GB RAM/128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM/256GB অপশনও রয়েছে, যার দাম 25,999 টাকা। লেটেস্ট স্মার্টফোনটি 5 মার্চ থেকে Flipkart, Amazon এবং OPPO স্টোর থেকে বিক্রি হবে।
গ্রাহকরা ওপ্পোর লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন কেনাকাটায় 2,000 টাকা ছাড় পাবেন। এই অফার পেতে HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
ওপ্পো F25 প্রো 5G ফোনের ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চি ফুল HD+ ফ্লেক্সিবাল OLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1100 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিসপ্লেতে কোম্পনি পান্ডা গ্লাস অফার করছে।
স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট কাজ করবে। এটি Mali-G68 MC4 GPU এর সাথে পেয়ার করা হয়েছে।
স্মার্টফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজের পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 64MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো লেন্স দেওয়া। বলে দি যে ফোনের সাথে OIS সাপোর্ট দেওয়া হয়েনি। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও রয়েছে।
স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরা থেকে 30fps-এ 4K ভিডিও রেকর্ড করা যাবে।
Oppo F25 Pro 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Color OS 14-এ চলবে।
আরও পড়ুন: Samsung Galaxy A55 5G ফোনের লঞ্চ টাইমলাইন, দাম সহ স্পেসিফিকেশন হল ফাঁস