মে মাসের 15 তারিখ Oppo F23 Pro 5G ফোনটি লঞ্চ করতে চলেছে
এই ফোনটির দাম 25,000 থেকে 26,000 টাকার মধ্যেই হবে
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এখানে
Oppo -এর তরফে আবার একটি নতুন মিড রেঞ্জের ফোন নিয়ে আসা হচ্ছে। ভারতে এই ফোনটি আগামী মাসেই লঞ্চ করতে চলেছে। এই ফোনটির নাম Oppo F23 Pro 5G।
Geekbench -এ Oppo A98 এর উপস্থিতি এই খবর কনফার্ম করেছে। এখন তাই মনে করা হচ্ছে এই চাইনিজ কোম্পানিটি Oppo F23 Pro 5G ফোনটিকে দ্রুত ভারতে নিয়ে আসবে।
আপাতত যা রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে এই ফোনের বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনের ফিচার থেকে দাম, লঞ্চের দিন সবই জানা গিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে এই ফোন মে মাসের 15 তারিখের দিকে লঞ্চ করতে পারে।
এটির দাম 25,000 থেকে 26,000 টাকার মধ্যেই হবে। অর্থাৎ এটি একটি মিড রেঞ্জের ফোন হবে।
তবে এই ফোনের ভ্যারিয়েন্ট এর সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। প্রথমে জানা গিয়েছিল এই ফোন মার্চে আসবে, কিন্তু সেটা হয়নি। এখন রিপোর্ট অনুযায়ী এই ফোন মে মাসের মাঝামাঝি আসতে চলেছে।
কী কী ফিচার থাকবে এই ফোনে?
1. এখানে 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যেখানে সর্বোচ্চ 580 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে। তবে এখানে AMOLED ডিসপ্লে থাকবে না বলেই মনে করা হচ্ছে। তার বদলে LCD ডিসপ্লে থাকতে পারে।
2. Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলতে পারে এই ফোন।
3. 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। সঙ্গে দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবেন
4. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে। Super Vooc টেকনোলজি থাকতে পারে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.