চিনা কোম্পানি Oppo তার নতুন স্মার্টফোন Oppo F23 5G নিয়ে হাজির হয়েছে। ওপ্পোর এই নতুন স্মার্টফোনে F-সিরিজের আওতায় লঞ্চ করা হয়েছে। ওপ্পোর এই ফোনটি Qualcomm প্রসেসরে কাজ করে। এছাড়া ফোনে AI ফিচার সহ 64MP ক্যামেরা সেন্সর অফার করা হয়েছে।
আসুন জেনে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে Oppo এর এই লেটেস্ট স্মাার্টফোনে…
ওপ্পোর এই 5G ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 28,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
https://twitter.com/OPPOIndia/status/1657996344169218048?ref_src=twsrc%5Etfw
Oppo F23 5G ফোনটি বোল্ড গোল্ড এবং কুল ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। Oppo এর অফিসিয়াল সাইট এবং Amazon থেকে এই ফোনটি 24,999 টাকায় প্রি-অর্ডার করা যাবে। লঞ্চ অফারের কথা বললে, Oppo এই ফোনে ব্যাঙ্ক অফারের ঘোষনা করেছে। ফোনটি নো-কস্ট EMI অপশনে কিনলে প্রতি মাসে 4,167 টাকা খরচ করতে হবে।
Oppo F23 5G ফোনে একটি 6.7-ইঞ্চি LCD স্ক্রিনের সাথে ফুল HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং Vivid মোডে 96 শতাংশ কালার গ্যামাট দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনে 240Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে।
হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 695 SoC প্রসেসরে কাজ করে, যার সাথে 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ পেয়ার করা হয়েছে। Oppo F23 5G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ColorOS 13.1 এ চলবে।
https://twitter.com/OPPOIndia/status/1658044842793127936?ref_src=twsrc%5Etfw
ক্যামেরা হিসাবে, Oppo F23 5G ফোনে রিয়ারে 64 মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে, যার সাথে থাকছে f/1.7 অ্যাপারচার এবং FOV 79° ফিচার। এর পাশাপাশি, 2MP মনো সেন্সর এবং একটি 2MP মাইক্রোস্কোপ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনে f/2.4 অ্যাপারচার সহ ফ্রন্টে 32MP ক্যামেরা রয়েছে।
Oppo F23 5G ফোনকে পাওয়ার দিতে, এতে 5,000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। এর সাথে 67W এর ফাস্ট চার্জিং এডাপ্টার দেওয়া, যা 18 মিনিটে 50 শতাংশ চার্জ করবে বলে দাবি করা হচ্ছে।